Lifestyle

বিকিনি পরতে চান স্ত্রী, আস্ত একটা দ্বীপ কিনে ফেললেন স্বামী

স্ত্রী এক বিশেষ পোশাক পরতে চান। সে পোশাক সকলের সামনে যাতে না পরতে হয় তাই স্বামী তাঁকে একটি দ্বীপই কিনে দিলেন। যাতে কেউ দেখতে না পান।

Published by
News Desk

নানাধরনের পোশাকে সাজতে তো ভালই লাগে। ২৬ বছরের এক তরুণী একটু সাহসী পোশাকে সাজার ইচ্ছাটা স্বামীর কাছে খুলে বলেন। তিনি বিকিনি পরতে চেয়েছিলেন।

স্ত্রীর ইচ্ছায় অমত করেননি স্বামী। তবে ওই পোশাক পরার পর যাতে স্ত্রীকে অন্য কারও নজরে না পড়তে হয় সে ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।

স্ত্রীকে বিকিনি পরে একান্তে সকলের নজরের আড়ালে নিশ্চিন্তে সময় কাটানোর জন্য একটি দ্বীপই কিনে দিয়েছেন তিনি। সবুজে ঘেরা এই দ্বীপে কেউ কোথাও নেই।

সেখানেই তাঁর ২৬ বছরের তরুণী স্ত্রী নিশ্চিন্তে বিকিনিতে সাজতে পারেন। তাঁর বিকিনি পরার ইচ্ছা এবং তা শুনে স্বামীর আস্ত একটা দ্বীপ কিনে দেওয়ার কথা ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় দাবি করার পর সকলের তা নজর কাড়ে।

দুবাইয়ের বাসিন্দা ওই তরুণী তাঁর আরবপতি স্বামীর সঙ্গে সেই দ্বীপে পাড়ি দিচ্ছেন এমন একটি ভিডিও শেয়ার করেছেন। একটি ব্যক্তিগত বিমানে সেখানে পাড়ি দেওয়া এবং দ্বীপের কিছু ঝলক তিনি তুলে ধরেছেন। তরুণীর মতে এটা তাঁর স্বামীর তাঁর জন্য সবচেয়ে ভাল বিনিয়োগ।

তরুণীর বিকিনি পরার ইচ্ছা পূরণের জন্য তাঁকে একটা দ্বীপ কিনে দেওয়ার এই কাহিনি সামনে আসার পর ইন্টারনেটে কিন্তু সমালোচনার মুখেই পড়তে হয়েছে ওই তরুণীকে।

নেটিজেনদের অনেকের মতেই এটা তাঁদের বিপুল অর্থের অযথা আস্ফালন। তাঁর বিলাসবহুল জীবনের এই প্রচার যে নেটিজেনরা মোটেও ভাল চোখে নিচ্ছেন না তাও বুঝিয়ে দিয়েছেন অনেকে। তবে সমালোচনা হলেও এই তরুণীর পোস্ট কিন্তু হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে।

Share
Published by
News Desk