World

করোনা রিপোর্ট পজিটিভ, সস্ত্রীক কোয়ারেন্টিনে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কোয়ারেন্টিনে যেতে হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাঁরা ২ জনই সংক্রমণের শিকার।

ওয়াশিংটন : নভেম্বরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার কুর্সিতে বসা নির্ভর করছে সেই নির্বাচনের ওপর। নির্বাচনের প্রচারের জন্য হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। অক্টোবর মাসটা। কারণ নভেম্বরের শুরুতেই নির্বাচন।

প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন তাঁর প্রচার চালিয়ে যাচ্ছেন জোরকদমে। ট্রাম্পও তাই করছিলেন। কিন্তু ট্রাম্পের সেই প্রচারাভিযান বড় ধাক্কা খেল। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে বাধ্য হয়েই তাঁকে যেতে হল কোয়ারেন্টিনে। কারণ ২ জনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ২ জনই পৃথক ট্যুইটে নিজেদের করোনা হওয়ার কথা এবং কোয়ারেন্টিনে যাওয়ার কথা স্বীকার করেছেন।

ট্রাম্পের খুব কাছে মানুষ হোপ হিকসের করোনা ধরা পড়ে। তাঁর করোনা ধরা পড়ার পর আর ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। ট্রাম্প ও তাঁর স্ত্রী কোয়ারেন্টিনে যেতে বাধ্য হন। ট্যুইট করে ট্রাম্প জানান তিনি অপেক্ষায় আছেন তাঁর ও তাঁর স্ত্রীর করোনার ফলাফলের জন্য। সেই ফলাফল অবশেষে সামনে এল।

ট্রাম্প আরও জানিয়েছিলেন হিকস অত্যন্ত সাবধানী। তিনি সব সময় মাস্ক পরতেন। তা সত্ত্বেও তাঁর করোনা ধরা পড়ল। ট্রাম্প লেখেন, যেহেতু এই সময় হিকস তাঁর সঙ্গে অনেকটা সময় থাকছিলেন, ফলে তিনিও পরীক্ষা করিয়েছেন। ট্রাম্প পরে ফের ট্যুইটে জানান তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

ট্রাম্প অবশ্য স্পষ্ট করেননি তিনি কতদিনের জন্য কোয়ারেন্টিনে থাকার কথা স্থির করেছেন। প্রসঙ্গত ট্রাম্পের করোনা পরীক্ষা কিন্তু নিয়মিতভাবেই হয়ে থাকে।

এদিকে মার্কিন মুলুকে কোনওভাবে করোনা রোগীর সংস্পর্শে এলে ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা বলা হচ্ছে। আর মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান-এ ট্রাম্পের সঙ্গেই সফর করছিলেন হিকস। মনে করা হচ্ছে হিকসের থেকেই ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প করোনায় কাবু হলেন।

ট্রাম্পের জন্য যেটা বড় চিন্তার কারণ হল তা হল ভোটের প্রচার। হাতে সময় কম। শেষ মুহুর্তে প্রচারেও গতি আসার কথা। কিন্তু সেই গতি ট্রাম্প নিজেই কোয়ারেন্টিনে থাকলে ধাক্কা খাবে।

একেই সমীক্ষা বলছে ট্রাম্পের চেয়ে নির্বাচনে পাল্লা ভারী জো বাইডেনের। এই পরিস্থিতিতে প্রচারে গুরুত্ব দিয়ে ভোটের হাওয়া নিজের দিকে ঘোরানোর একটা মরিয়া চেষ্টা করতে ট্রাম্প এতটুকু গাফিলতি করতেন না। তা কিন্তু তিনি কোয়ারেন্টিনে থাকলে মুশকিল। সেক্ষেত্রে কী ভার্চুয়াল প্রচারেই জোর দেবেন ট্রাম্প? তার উত্তর সময় দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *