World

ফাদার অফ ইন্ডিয়া, মোদীকে নতুন তকমা ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাদার অফ ইন্ডিয়া বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন তিনি তা মনে করেন তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। ভারতবাসীর কাছে মহাত্মা গান্ধী ফাদার অফ দ্যা নেশন। জাতির জনক। আর এদিন ট্রাম্পের সম্বোধনে মোদী হলেন ভারতের জনক। ডোনাল্ড ট্রাম্প একথাও জানিয়েছেন যে তাঁরা মোদীকে ফাদার অফ ইন্ডিয়া বলেই ডাকবেন।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। দুজনে এক ফাঁকে আলাদা বৈঠকও সারেন। পরে ট্রাম্প বলেন, মোদীর সঙ্গে তাঁর রসায়ন দারুণ মেলে। যতটা মেলা সম্ভব ঠিক ততটাই মেলে। ট্রাম্প আরও বলেন, আগে ভারত ছিল ছিন্নবিচ্ছিন্ন, অনৈক্যে ভরা, কলহ সর্বস্ব একটি দেশ। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর একদম বদলে গেছে। তিনি একদম এক পিতার মত সবকিছুকে এক জায়গায় নিয়ে এসেছেন। শান্ত করেছেন। তাই তাঁর মতে, মোদী ফাদার অফ ইন্ডিয়া।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ট্রাম্প ব্যাখ্যা করেন যে হাউডি মোদী অনুষ্ঠানের সময় এনআরজি স্টেডিয়ামে কী ভীষণভাবে মানুষ মোদীকে চাইছিলেন। কতটা উৎসাহ ছিল তাঁকে ঘিরে! মানুষ এতটাই পাগলের মত করছিলেন যে বোঝা যাচ্ছিল তাঁরা মোদীকে কতটা ভালবাসেন। এ অনেকটা যেন এলভিস প্রেসলি-র মত। এলভিস প্রেসলির জন্য যেমন আমেরিকানরা পাগল ছিলেন। মোদীকেও তেমনই মনে হচ্ছিল। মোদী দারুণ কাজ করছেন বলেও স্বীকার করেন ট্রাম্প। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *