National

দীপাবলিতে ১ কোটি ৭১ লক্ষ মাটির প্রদীপে সাজছে অযোধ্যা

অযোধ্যা শহরটি সরযূ নদীর ধারে অবস্থিত। সেই সরযূ নদীর ধারেই এবার রামের এক অতিকায় মূর্তি বসাতে চলেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। যদিও এখনও মূর্তি বসানোর জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সবুজ সংকেত মেলেনি। সেটা হাতে পেলেই বসবে রামের বিশাল মূর্তি। তবে তার আকার কতটা বিশাল হবে সে সম্বন্ধে এখনই কিছু জানায়নি যোগী সরকার। তবে মূর্তি বসলে তা পর্যটকদের জন্যও অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছে উত্তরপ্রদেশের পর্যটন দফতর।

এদিকে আসন্ন দীপাবলিকে সামনে রেখে অযোধ্যা জুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কথিত আছে বনবাস শেষ করে রাম যেদিন সীতাকে নিয়ে অযোধ্যায় ফেরেন সেদিন অযোধ্যার মানুষ রামকে স্বাগত জানাতে গোটা শহরটাকে ‘দিয়া’ দিয়ে সাজিয়ে তুলছিলেন। আলোয় ভরে গিয়েছিল অযোধ্যা। সেই ধারণাকে সামনে রেখেই প্রতিবছর দীপাবলি পালিত হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রামায়ণের সেই কাহিনিকে সামনে রেখেই অযোধ্যায় এবার ‘দীপোৎসব’ পালন করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। ১ কোটি ৭১ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে সেজে উঠবে গোটা শহর। অযোধ্যার নামকরা অট্টালিকা ও ঘাটগুলিকে আলোয় ভরে ফেলা হবে। দীপাবলির রাতে সরযূর ঘাটে একটি বর্ণোজ্জ্বল আরতির বন্দোবস্ত হয়েছে। আরতি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যের রাজ্যপাল। আরতির পরে সরযূর জলে হবে চোখ ধাঁধানো লেজার শো। সমবেতদের মনোরঞ্জনে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কলাকুশলীরা স্টেজে রামলীলা অভিনয় করবেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *