National
হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শনিবার এমনই জানালেন তাঁর স্ত্রী সায়রা বানু। প্রবল জ্বর ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৫ এপ্রিল দুপুরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত ৯৩ বছরের এই চিত্রতারকা ট্যাবলেট গিলে খেতে পারছেন না। ফলে তাঁকে ইনজেকশন দিতে হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা তাঁরা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাইছেন। প্রয়োজনে তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হতে পারে। আপাতত হাসপাতালের একটি কেবিনেই রাখা হয়েছে দিলীপ সাহবকে।