National

হাত ধরলেই যৌন হেনস্থা হয়না, জানাল দিল্লি হাইকোর্ট


এক অভিনব রায় দিল দিল্লি হাইকোর্ট। সহকর্মীর সঙ্গে বচসা চলাকালীন কোনও মহিলার হাত বিপরীতে থাকা পুরুষ ধরলে তা যৌন হেনস্থা নয়। অন্যজন হাত ধরলে তা আর যৌন হেনস্থার আওতায় পড়বে না। ঘটনাচক্রে সিএসআইআর-এর এক মহিলা কর্মী তাঁর প্রতিষ্ঠানের অন্য এক বিজ্ঞানীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।


মহিলার অভিযোগ ছিল, কাজ চলাকালীন ওই বিজ্ঞানী তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। তাঁকে হাত ধরে বাইরে বার করে দেন। অভিযোগটি নিয়ে তদন্তের পরে দিল্লি হাইকোর্টের বিচারপতি বিভু বখরু বৃহস্পতিবার জানান, হাত ধরলেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা যাবে না। সেই ছোঁয়া অস্বস্তিকর হলেও নয়।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *