Kolkata

ধেয়ে আসছে সিত্রাং, ভিজবে কালীপুজো, কোথায় কেমন বৃষ্টি জানাল আবহাওয়া দফতর

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে এবার কালীপুজো কার্যত ভিজতে চলেছে। সঙ্গে বইবে ঝড়ও। কোথায় কেমন বৃষ্টি হবে তা জানাল আবহাওয়া দফতর।

Published by
News Desk

আন্দামান সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরের ওপর সরে এসে গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে সোমবার সকালে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। যার নামকরণ হয়েছে সিত্রাং।

ঘূর্ণিঝড়টি এরপর উত্তর পূর্ব অভিমুখে এগোতে শুরু করবে বলে মনে করছেন আবহবিদেরা। যা মূলত আছড়ে পড়তে চলেছে বাংলাদেশেই।

তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে। পশ্চিমবঙ্গে রবিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। বৃষ্টি শুরু হবে মূলত সোমবার, কালীপুজোর দিন থেকে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৫ অক্টোবর অর্থাৎ কালীপুজোর পরদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও নদিয়ায়। কালীপুজো ও দিওয়ালীর দিন ঝড়ের গতি হতে পারে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

দমকা হাওয়ার গতি ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। যা বইবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া ও হুগলিতে ঝড়ের গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও ঝড়ের গতি বাড়তে পারে। দুই ২৪ পরগনায় ঝড়ের গতি হতে পারে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা হাওয়ার গতি হতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ওইদিন কলকাতা, হাওড়া ও হুগলিতে ঝড়ের গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা হাওয়া বইতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।

তবে যে সুপার সাইক্লোনের ভয় পাওয়া হচ্ছিল তা আসছে না। যেহেতু ঝড়টি বাংলাদেশের দিকে চলে যাবে তাই তার প্রভাব ২৪ ও ২৫ অক্টোবর পড়তে চলেছে।

সব মিলিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস মিললে কালীপুজো বৃষ্টিতে কার্যত মাটি হতে চলেছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।

Share
Published by
News Desk