State

৬ জেলায় লাল সতর্কতা জারি, সমুদ্রেই প্রলয় শুরু রেমালের

রাজ্যের ৬ জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এদিকে রেমাল আরও শক্তি বাড়িয়ে সমুদ্রের ওপরই তার প্রলয় শুরু করে দিয়েছে।

Published by
News Desk

ঘূর্ণিঝড় রেমাল দুপুরে এক দানব চেহারা নিয়ে আরও এগিয়ে এল স্থলভাগের দিকে। ইতিমধ্যেই তার তাণ্ডব শুরু হয়ে গেছে সমুদ্রে। সমুদ্রের ওপর ১০০ কিলোমিটারের ওপর গতিতে ঝড় বইছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।

উপকূলেই সমুদ্রের সেই উত্তাল চেহারা দেখতে পাওয়া যাচ্ছে। উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দমকা বইছে।

সমুদ্রে ধীরেই স্থলভাগের দিকে এগোচ্ছে রেমাল। আবহবিদেরা মনে করছেন রাতে তা যখন বাংলাদেশের মোংলা দিয়ে প্রবেশ করবে তখন তার তাণ্ডব প্রলয়ঙ্করী রূপ নেবে। কারণ সমুদ্রের ওপরই যথেষ্ট শক্তি সঞ্চয় করে ফেলেছে রেমাল।

দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা শহরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে প্রবল বৃষ্টি।

অন্যদিকে দুই ২৪ পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ওই ২ জেলাতেও অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে।

এই ঝড়বৃষ্টি রবিবারের আবহাওয়াকে মনোরম করে দিয়েছে। ঝড় স্থলভাগে প্রবেশের পর সোমবারও বৃষ্টি হবে। তবে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে।

Share
Published by
News Desk