National

আছড়ে পড়ল ফণী, প্রলয় শুরু

যাবতীয় প্রতীক্ষার শেষ। যে সময় মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছিল তারও আগে পুরীতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার সকাল ৮টার পরই পুরীতে আছড়ে পড়ে ফণী। শুরু হয় প্রবল ঝড়। ঝড়ের কমপক্ষে গতি ছিল ১৪২ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে সেটি। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়। সমুদ্রের জল বালুকাবেলা ভরিয়ে দিয়ে রাস্তায় চলে আসে। চারধার ধোঁয়াশায় ভরে যায়।

খোলা জায়গায় কারও পক্ষে দাঁড়ানোও সম্ভব হচ্ছেনা। ঝড়ের দাপটে উল্টে যাচ্ছেন মানুষ। তবে কেউ বাইরে নেইও। পুরীতে অস্থায়ী ওয়াচ টাওয়ারগুলো ভেঙে পড়েছে। সমুদ্রের দিকে তেমন কিছুই দেখা যাচ্ছেনা। কেবল বালির ওপর জলের ঝাপটা দেখা যাচ্ছে মাত্র। ঝড়ের প্রলয়ঙ্করী আওয়াজ ছাড়া পুরী জুড়ে আর কোনও শব্দ নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল শুক্রবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে আছড়ে পড়বে ফণী। কিন্তু যত তা স্থলভাগের দি‌কে এগিয়েছে ততই তার গতি বেড়েছে। অবশেষে তা আছড়ে পড়ল সকাল ৮টার পরই। মৌসম ভবন জানাচ্ছে ফণীর ল্যান্ডফল হয়ে গেছে। এখন তা ক্রমে স্থলভাগে ঢুকছে। সাগর থেকে পুরো ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ করতে ৩ ঘণ্টার মত সময় লাগবে। অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ফণী ধীরে ধীরে প্রবেশ করবে।

ওই পুরো সময় প্রবল তাণ্ডব চলতে থাকবে। পুরীতে ঝড়ের সঙ্গে চলছে প্রবল বৃষ্টি। স্থানীয় মানুষদের অনেককেই সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। কিছু মানুষ ঘরেই আশ্রয় নিয়েছেন। ওড়িশা উপকূল থেকে মোট ১১ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে আগেই সরানো হয়েছে।

স্থলভাগে প্রবেশের পর তার তাণ্ডবের খণ্ড চিত্র চোখে পড়লেও ক্ষয়ক্ষতি কেমন হচ্ছে তা এখনও পরিস্কার নয়। ঝড় যতক্ষণ এমন প্রবল তাণ্ডব চালাবে ততক্ষণ তার প্রভাব বোঝা মুশকিল। তবে উদ্ধারকারী দল থেকে নৌসেনার জাহাজ, ডুবুরি থেকে চিকিৎসক, পানীয় জল থেকে খাবার, সবই তৈরি। এখন ঝড়ের প্রকোপ কিছুটা কমলেই হয়তো শুরু হবে উদ্ধারকাজ।

ফণী ওড়িশার পুরী উপকূল দিয়ে ঢুকে তা উত্তর দিকে এগোবে। স্থলভাগে যত এগোবে ততই তার শক্তিক্ষয় হবে। তা ক্রমশ পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে বিকেলের দিকে। তখন অবশ্য ঝড়ের গতি কিছুটা কমবে, তবে তাও যা থাকবে তাতে তাণ্ডব অবশ্যম্ভাবী। ‌‌‌ফণীর গতিবিধির ওপর কড়া নজর রাখছেন আবহবিদরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025