National

যেকোনও মুহুর্তে আছড়ে পড়বে ফণী, মোকাবিলায় বন্দরে বন্দরে তৈরি নৌসেনার জাহাজ

প্রবল ঘূর্ণিঝড় ফণী এখন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। ক্রমশ তা অগ্রসর হবে ভারতের পূর্ব উপকূলে। তারপর ঝাঁপিয়ে পড়বে স্থলভাগে। ফণীর যে তাণ্ডব আবহাওয়া দফতর আশঙ্কা করছে তার জন্য ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য ত্রাণ তৈরি রাখতে আগাম আর্থিক সাহায্য পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে প্রতিটি রাজ্যই তৈরি হচ্ছে ফণী মোকাবিলায়।

ফণী মোকাবিলায় তৈরি থাকছে নৌসেনাও। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে সাহায্যের জন্য নৌসেনার জাহাজগুলি তৈরি। বিশাখাপত্তনম, চেন্নাই সহ বিভিন্ন বন্দরে নৌসেনার জাহাজ একদম প্রস্তুত অবস্থায় রয়েছে। ফণীর তাণ্ডবের জেরে যেকোনও অবস্থায় উদ্ধারকাজ, চিকিৎসা সংক্রান্ত সাহায্য, খাবার পৌঁছে দেওয়া, জামাকাপড়, ত্রিপল, তাঁবু সহ যে কোনও ধরণের সাহায্যে প্রস্তুত নৌসেনার জাহাজগুলি। জাহাজে তৈরি চিকিৎসকেরাও।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

আরাকোনাম বন্দরে দাঁড়িয়ে আছে আইএনএস রাজালি, বিশাখাপত্তনমে আইএনএস দেগা। নৌসেনাও যে কোনও পরিস্থিতিতে উদ্ধারে প্রস্তুত হয়ে আছে। প্রতিটি জাহাজে ডুবুরি রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখন ফণী কখন আঘাত হানে সেটাই দেখার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *