National

অন্য এক রাজ্যেও তাণ্ডব চালাবে বিপর্যয়, বাতিল একগুচ্ছ ট্রেন

বিপর্যয় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতায় এবার এক নতুন সংযোগ করল আবহাওয়া দফতর। নতুন এক রাজ্যকেও জুড়ল তারা।

বিপর্যয় কোথায় কোথায় ভয়ংকর বিপর্যয়ের কারণ হতে চলেছে তা আগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৪ জুন বিকেলে বা ১৫ জুন ভোরে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করার কথা।

গুজরাট দিয়ে প্রবেশ করে বিপর্যয় ক্রমশ পাকিস্তানের দিকে সরে যাবে। এটাই ঠিক রয়েছে। আরবসাগরের ওপর বিপর্যয় এখন প্রবল শক্তিতে ফুঁসছে। যার জেরে আরবসাগরের বিরাট অংশ জুড়ে সমুদ্র ইতিমধ্যেই উত্তাল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গুজরাটের সৌরাষ্ট্রে ও কচ্ছ উপকূলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। আরও ভয়ংকর চেহারা নেবে আরও ১ দিন পার করলে। প্রবল বৃষ্টিও হবে।

এই সতর্কবার্তা আগেই থাকলেও রাজস্থানের জন্য কোনও সতর্কতা ছিলনা। এবার রাজস্থানের জন্যও সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

রাজস্থানের দক্ষিণ প্রান্তের ১২টি জেলায় প্রবল বৃষ্টিপাত হবে। বিপর্যয় রাজস্থানের ওপর ঝোড়ো হাওয়ারও কারণ হবে। অতি বৃষ্টির জেরে রাজস্থানকে ক্ষয়ক্ষতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে।

বিপর্যয় গুজরাট দিয়ে প্রবেশ করে পাকিস্তানের দিকে চলে যাবে। কিন্তু তার প্রভাব গিয়ে পড়বে রাজস্থানের দক্ষিণ অংশেও। এজন্য একগুচ্ছ ট্রেনও বাতিল করা হয়েছে। যা রাজস্থান থেকে গুজরাট আসছিল।

আবহাওয়া দফতরের সতর্কতার পর বিপর্যয়ের জেরে রাজস্থান সরকারকেও এখন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। রাজস্থানে ঝড়ের দাপট সেভাবে না হলেও প্রবল বৃষ্টি ২ দিন পর্যন্ত চলবে বলেই মনে করছেন আবহবিদেরা। আর সে বৃষ্টি নেহাত কম হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *