World

করোনা অতিমারির প্রায় ২ বছর পর ১টি দেশে মিলল প্রথম সংক্রমিতের খোঁজ

করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর তার একের পর এক ঢেউও এসেছে। কিন্তু তাতেও বিশ্বের এ দেশে তা থাবা বসাতে পারেনি। প্রায় ২ বছর পর মিলল প্রথম সংক্রমিতের খোঁজ।

Published by
News Desk

শেষ রক্ষা হল না। করোনা অতিমারি বিশ্বে থাবা বসানোর পর প্রায় ২ বছর পার করেও সেখানে একজনও করোনা রোগীর খোঁজ পাওয়া যায়নি। বিশ্ব যখন করোনা সংক্রমণে কার্যত ধরাশায়ী তখন এ দেশের মানুষ ছিলেন স্বাভাবিক জীবনযাপনে।

এখানে করোনার ছোঁয়া লাগেনি। করোনা প্রতিষেধক টিকা আসার পর সে দেশের ৯৬ শতাংশ মানুষের টিকাকরণও সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাও ২টি ডোজ নিয়ে। এত কিছুর পরও সেখানে করোনা সেই ঢুকেই পড়ল।

এতদিন দেশের সীমানা বন্ধ করে করোনা ঠেকিয়ে রাখলেও অবশেষে সেখানে সীমানা খুলে দেওয়া হয়েছিল। তারপরই সেখানে এক ১০ বছরের কিশোরের দেহে করোনা পাওয়া গেল। রেকর্ড ভেঙে দেশে প্রথম করোনা রোগীর খোঁজ মিলল।

প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র কুক আইল্যান্ড। দেশটার পুরো অর্থনীতিই দাঁড়িয়ে আছে তার পর্যটনের ওপর। ফলে এবার সীমানা খোলার দরকার ছিল। আর তাতেই করোনামুক্ত থাকার রেকর্ড ভেঙে গেল।

কুক দ্বীপে নিউজিল্যান্ড থেকে আসে ওই কিশোর। তারপরই তাকে পরীক্ষা করে তার দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তবে তার স্ট্রেন ওমিক্রন নয়।

এদিকে তাকে দ্রুত কোয়ারেন্টিন করা হয়েছে। নজর রাখা হচ্ছে যাতে দ্বীপে কোনওভাবে করোনা না ছড়াতে পারে। প্রসঙ্গত প্রশান্ত মহাসাগরের ওপর এই ছবির মত সুন্দর দ্বীপের বাসিন্দার সংখ্যা ১৭ হাজার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts