Lifestyle

শরীরের ৯৯.৯ শতাংশই ট্যাটুতে ভরা, কে এই নারী

তাঁর শরীর জুড়ে শুধুই ট্যাটু। নানা রঙের ট্যাটু। শরীরের ৯৯.৯ শতাংশই ট্যাটুতে ভরা। এই নারীর পরিচয় জানেন? তিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন।

Published by
News Desk

পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম। তিনি নিজের শরীরকে নানাভাবে পরিবর্তন করেছেন। ৮৯ ধরনের পরিবর্তন করেছেন তিনি। সহজেই তার একটি নজর কাড়ে। তাঁর জিভ মাঝখান দিয়ে চেরা। এমনই শরীর জুড়ে ৮৯টি পরিবর্তন।

এবার আসা যাক ট্যাটুতে। তিনি তাঁর শরীরের ৯৯.৯৮ শতাংশ অংশই ট্যাটুতে ভরে ফেলেছেন। শরীরের নামমাত্র স্থানই এখনও ট্যাটু হীন। তাও হয়তো তিনিই বলতে পারবেন কোথায় ট্যাটু নেই।

তিনি এসপেরান্স লুমিনেস্কা ফুয়েরজিনা। যাঁর সারা দেহটাই কালিতে ভরা। মানবসভ্যতার ইতিহাসে তিনিই প্রথম নারী যাঁর দেহের ৯৯.৯৮ শতাংশ ট্যাটুতে ভরা। সেই সঙ্গে পৃথিবীতে তিনিই প্রথম নারী যাঁর শরীরে ৮৯টি পরিবর্তন হয়েছে।

পরিবর্তনগুলি হয়েছে তাঁর ইচ্ছাতেই। ফুয়েরজিনার চুলও রং করা। উজ্জ্বল গোলাপি রংয়ের চুল তাঁর। দাঁতের পাটির ২টি দাঁত লাল রংয়ের। চোখের মণিতেও রয়েছে ট্যাটু।

মার্কিন নারী ফুয়েরজিনা একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন তিনি। ছিলেন একজন মেডিক্যাল অফিসার।

আমেরিকার ব্রিজপোর্টের বাসিন্দা ৩৬ বছরের ফুয়েরজিনা যখন সেনাবাহিনীতে ছিলেন তখন তাঁর এই ট্যাটুর শখ তেমন ছিলনা। পরে তৈরি হয়। তাঁর দাঁতের মাড়িতেও ট্যাটু। তাঁর জিভেও ট্যাটু।

নিজের এই ট্যাটু ভরা দেহ এবং শরীরের নান পরিবর্তন নিয়ে কিন্তু খুব খুশি ফুয়েরজিনা। এর মধ্যে নারী শক্তিকে খুঁজে পান তিনি। তাঁর কথা এখন সারা বিশ্বের মানুষ জানেন। ট্যাটু হালফিল ফ্যাশন ঠিকই। তবে ফুয়েরজিনা সকলের চেয়ে আলাদা। তাই তিনি এখন কার্যতই একজন সেলেব্রিটি।

Share
Published by
News Desk