World

নিউ ইয়র্কের পর এবার আক্রান্ত কলোরাডো, মৃত ২

নিউ ইয়র্কে জঙ্গি হানার পর ২৪ ঘণ্টাও কাটল না। ম্যানহাটনে গাড়ি হামলার পর এবার বন্দুকবাজের নিশানায় কলোরাডো। ৩ ঘণ্টার ব্যবধানে গুলির আওয়াজে কেঁপে উঠল কলোরাডোর ডেনভার ওয়ালমার্ট। বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা। ব্যস্ত ওয়ালমার্টের বিপণিতে সাধারণ মানুষ কেনাকাটায় ব্যস্ত। হঠাৎ শোনা যায় গুলির আওয়াজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতে বন্দুক নিয়ে দোকানের ভিতরে সটান ঢুকে পরে ঐ দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। প্রায় ৩০ রাউন্ড গুলি চালায় সে। আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন উপস্থিত জনতা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় থর্নটর্ন পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় বন্দুকবাজকে। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


পরপর বন্দুকবাজের আক্রমণের ঘটনায় কার্যত দিশেহারা মার্কিন প্রশাসন। একক জঙ্গি হামলার প্রবণতা মার্কিন গোয়েন্দা সংস্থার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একের পর এক জঙ্গিদের গোপন ডেরা ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী। তারই প্রতিশোধ নিতে এই হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button