Business

৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে কগনিজেন্ট!

৬ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে প্রথমসারির আইটি সংস্থা কগনিজেন্ট। অন্তত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এমনই খবর রয়েছে। সূত্রের খবর, এই ছাঁটাইয়ের মধ্যে নতুন কিছু নেই। প্রতি বছরই বড়মাপের আইটি সংস্থায় এমন হয়ে থাকে। কগনিজেন্ট প্রতিবছরই কর্মীদের কাজের গুণমান বিচার করে। সেই মূল্যায়নে ‌যাঁরা ফেল করেন অর্থাৎ যেসব কর্মীদের কাজ যথেষ্ট ভাল নয় বা ‌যাঁরা ক্লায়েন্টদের চাহিদামত পরিষেবা দিতে পারছেন না বলে সংস্থার মনে হয় তাদের ছাঁটাই হয়ে থাকে। কগনিজেন্টের হয়ে ভারতে বহু মানুষ কর্মরত। ফলে এই ছাঁটাই কোপে তাঁদের কতজন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত কগনিজেন্টে কর্মী সংখ্যা সব মিলিয়ে ২ লক্ষ ৬০ হাজার। সেই তুলনায় ছাঁটাই তালিকার খবর বিশাল নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *