Feature

নিজের ভাইকে বিয়ে করেন এই সম্রাজ্ঞী, তাঁকে নদীর জলে ডুবিয়েও মারেন

তাঁর নিজের ভাইকেই বিয়ে করে নেন এই সম্রাজ্ঞী। সেই ভাই তথা স্বামীকে পরে আবার নদীর জলে ডুবিয়ে হত্যাও করেন। এ সম্রাজ্ঞীর জীবনটাই একটা কাহিনি।


তাঁর বাবা যখন মারা যান তখন তাঁর বয়স ১৮ বছর। নিজেও কিশোরী, তাঁর ২ ভাইও তখন কিশোর। সেই সময় বাবার মৃত্যুশোক কাটিয়ে তিনি ১৮ বছর বয়সেই সিদ্ধান্ত নেন তিনি তাঁর ২ ভাইকেই বিয়ে করবেন। বিয়ে করেনও। তবে এর পিছনে ছিল অন্য কারণ।


তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনিও সিংহাসনের সমান দাবিদার হন। তাই বিয়ের পথ বেছে নেন। তবে এটা খুব অবাক করা ছিলনা। কারণ তাঁর পরিবারে তাঁর বাবা মা ছিলেন সম্পর্কে ভাইবোন। আবার তাঁর অনেক তুতো ভাইবোনও নিজেদের মধ্যে বিয়ে সারেন।


২ ভাইকে বিয়ে করে সিংহাসনে নিজের দাবি সুনিশ্চিত করার পর কিন্তু তাঁকে খুব অল্পদিনের মধ্যে তাঁর এক ভাই সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেন। সম্রাজ্ঞী কিন্তু দমে যাননি। তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেননা।

তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ঞী হাত মেলান জুলিয়াস সিজারের সঙ্গে। তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। সেই সম্রাজ্ঞী ক্লিওপেট্রার কাছে যুদ্ধে হেরে যান তাঁর ভাই।


ক্লিওপেট্রা আর তাঁকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেননি। নীল নদের জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন অতি সুন্দরী সম্রাজ্ঞী ক্লিওপেট্রা।


বলা হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সে সময় এক এক করে বশবর্তী করেছিলেন। তাঁদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত অনেক গোপন তথ্যও নিজেকে ব্যবহার করে আদায় করে নিতেন ক্লিওপেট্রা।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *