Health

করোনার সঙ্গে সহবাস করতে শিখুন, পরামর্শ দিলেন বাদুড় মানবী

আগামী দিনে বিশ্বে থাকতে গেলে করোনার সঙ্গে সহবাস করতে শিখতেই হবে বিশ্ববাসীকে। এমনই মনে করছেন বাদুড় মানবী। কেন তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

করোনা পৃথিবী ছেড়ে যাবেনা। বরং সে তার ধরণ বদলাতে থাকবে। যাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে মিউটেট করা। নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নতুন ধরনের প্রকারে ফিরে আসতেই থাকবে করোনা।

তাই করোনা একদিন চলে যাবে একথা না ভেবে বরং বিশ্ববাসীর উচিত করোনার সঙ্গে সহবাস করার জন্য মানসিকভাবে তৈরি থাকা। করোনা যেহেতু বহু মানুষের দেহেই প্রবেশ করেছে তাই তার নিজেকে বদলে ফেলার ক্ষমতাও বেড়েছে।


যার জেরে করোনার নতুন প্রকার আসতেই থাকবে। তা বন্ধ হবে না। এমনই দাবি করেছেন চিনের বিখ্যাত ভাইরোলজিস্ট শি জেংলি। যাঁকে তাঁর নামে কম, বাদুড় মানবী হিসাবে বেশি মানুষ চেনেন।

করোনা যেমন থেকে যাবে বিশ্বে বলে দাবি করেছেন শি তেমনই তিনি জোর দিয়েছেন টিকা গ্রহণে। প্রত্যেককে করোনা টিকা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।


শি-এর পাশাপাশি একই অভিমত ব্যক্ত করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার ভাইরোলজিস্ট জিন ডংইয়াং। তাঁরও পরামর্শ মানুষকে করোনার সঙ্গে সহাবস্থান করতে শিখতেই হবে।

পাশাপাশি ডংইয়াং-এর মতে, টিকা যেভাবে উন্নত হচ্ছে তাতে এক সময় হয়তো স্মলপক্স বা পোলিও-র মত করোনাও মুছে যাবে। করোনার অগুন্তিবার নিজেকে বদলে ফেলার ক্ষমতা নেই বলেই মনে করছেন জিন।

তাঁর মতে, যত মানুষের শরীরে করোনা ছড়াবে ততই যেমন তা মিউটেট বেশি করবে তেমনই তার পরবর্তীকালে মিউটেট করার ক্ষমতাও কমতে থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button