Health

চিনে এবার আর এক ভাইরাসের হানা, মৃত ১

আবার সেই উঠে এল চিনের নাম। করোনার সূত্রপাত যে দেশে সংক্রমণ দিয়ে সেই চিনেই এবার আর এক ভাইরাসের খোঁজ মিলল।

চিন যেন ক্রমশ বিশ্বের যাবতীয় ভাইরাসের হাবে পরিণত হচ্ছে। নতুন কোনও মারণ ভাইরাসের নাম শুনলেই মানুষ খোঁজ নিচ্ছেন তা চিন থেকে ছড়াল কিনা।

করোনার পর থেকে চিন থেকে ভাইরাস ছড়ানোর আতঙ্ক গোটা বিশ্বের মনে জেঁকে বসেছে। সেই আতঙ্ককে আরও বাড়াল চিনেই ফের এক ভাইরাসের হানা। যা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে একজনের। এবার কাঠগড়ায় বাঁদর।

চিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে গত মে মাসে। কিন্তু সেকথা জানাজানি হয়েছে সবে। সংবাদ সংস্থা জানাচ্ছে, চিনে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি পেশায় একজন পশু চিকিৎসক।

৫৩ বছর বয়সী ওই ব্যক্তি গবেষণামূলক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি গত মার্চ মাসে ২টি মৃত বাঁদরের দেহচ্ছেদ করেছিলেন গবেষণার জন্য।

মনে করা হচ্ছে তখনই ওই মৃত বাঁদরদের থেকে তাঁর দেহে সংক্রমিত হয় মাঙ্কি বি ভাইরাস। যাকে চিকিৎসকেরা বিভি নামেই জানেন।

চিনে এই বিভি সংক্রমণ আগে কখনও হয়নি বলেই জানা গিয়েছে। ফলে এই ব্যক্তিই হলেন চিনের প্রথম বিভি সংক্রমিত মানুষ।

মৃত চিকিৎসকের সেরিব্রোস্পাইনাল ফ্লুয়িড সংগ্রহ করে তা পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন যে তিনি বিভি সংক্রমণের শিকার ছিলেন।

এদিকে ওই চিকিৎসক বিভি সংক্রমণের শিকার ছিলেন একথা জানার পরই তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের পরীক্ষা করা হয়। কিন্তু তাঁদের দেহে এই ভাইরাসের অস্তিত্ব মেলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More