World

স্ত্রীর চুল পড়ে যাচ্ছে বলে আশ্চর্য সিদ্ধান্ত নিলেন স্বামী

মধ্যবয়সী স্ত্রীর চুল পড়ে যাচ্ছে। এটা দেখার পর আশ্চর্য এক পদক্ষেপ করলেন স্বামী। যা কেউই মেনে নিতে পারছেন না।

স্বামীস্ত্রীর সম্পর্ক কেবল ভাল সময় কাটানোই নয়, আপদে বিপদে একে অপরের পাশে থাকারও। সেই স্বাভাবিক সত্যটাই অস্বীকার করেন এক ব্যক্তি। বছর ৩৬-এর এক মহিলা দাবি করেছেন তিনি বিয়ের পর থেকে সংসারের কাজেই সময় দিয়েছেন। সন্তানদের বড় করেছেন। বাড়ির রান্নাবান্না, কাপড়কাচা, ঘর পরিস্কার থেকে শুরু করে সব সাংসারিক কাজ তিনি করে যেতেন। কিন্তু তাঁর স্বামী চিরকালই একটু বদমেজাজি।

তিনি বছর দুয়েক আগে থেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁর চুল সাদা হয়ে যেতে থাকে। চিকিৎসকেরা জানান তাঁকে একধরনের ত্বকের সমস্যা গ্রাস করেছে। এটা এমন এক ত্বকের সমস্যা যা শুধু চুল সাদাই করেনা, মানুষের শরীরে বয়সের ছাপ ফেলতে শুরু করে। আর সেটাও খুব দ্রুত।

ফলে তিনি মধ্যবয়সী হলেও তাঁকে বয়স্কা দেখাতে থাকে ত্বকের এই সমস্যার কারণে। এই রোগে শরীরে একধরনের পিগমেন্ট তৈরি হয়। যা চুল ও ত্বককে প্রভাবিত করে।

মহিলার অভিযোগ, তিনি অসুস্থ হওয়ার পর তাঁকে নিয়ে কখনও চিকিৎসকের কাছে যাননি তাঁর স্বামী। কোনও পারিবারিক অনুষ্ঠানেও তাঁর সঙ্গে যেতেননা। এমনকি তাঁর চিকিৎসার খরচ দিতেও তিনি অস্বীকার করেন।

অবশেষে তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিসও পাঠান তাঁর স্বামী। তিনি সংসারের জন্য নিবেদিত প্রাণ হয়েও স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ পেলেন। তাঁর এই অসুস্থতার সময় স্বামীকে পাশে পেলেননা তিনি।

এটা সমাজ মাধ্যমে ছড়ানোর পর অনেকেই ওই মহিলার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটেছে চিনের মধ্য হেনান প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *