গোপন প্রেমিকাকে ২৬ কোটি টাকা দিয়েছেন স্বামী, স্বামীর জীবনাবসানের পর জানতে পারলেন স্ত্রী
স্বামীর গোপনে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সেই প্রেমিকাকে প্রচুর অর্থ দিয়েছিলেন তিনি। যা স্বামীর জীবদ্দশায় স্ত্রী জানতেও পারেননি। জানলেন স্বামী চলে যাওয়ার পর।
তাঁর বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। তাঁদের ২ সন্তান রয়েছে। পারিবারিক জীবন ছিল সচ্ছল এবং জটিলতাহীন। সুন্দর সেই পারিবারিক জীবনের বাইরেও যে স্বামীর একটা সমান্তরাল জীবন ছিল তা স্ত্রীর জানা ছিলনা।
অন্য এক মহিলার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক তৈরি হয়েছিল ২০১৫ সালে। তাঁর ওই প্রেমিকার কথা তাঁর পরিবারের জানা ছিলনা। বিষয়টি তিনি বেশ সন্তর্পণে গোপন রেখেছিলেন। সেই প্রেমিকাকে তিনি আলাদা জায়গায় রেখেছিলেন। তাঁর সবরকম খেয়াল রাখতেন। তাঁকে সময় সময় অর্থ সাহায্যও পাঠাতেন।
কিন্তু গত ১১ বছরে তার আঁচও পাননি ওই ব্যক্তির স্ত্রী। পারিবারিক জীবন যেমন চলছিল তেমন ভাবে চালিয়েও ওই ব্যক্তি তাঁর সেই উপপত্নীর সঙ্গে সময় কাটাতেন। এসব স্বামী বেঁচে থাকতে স্ত্রী জানতে পারেননি।
কিন্তু জীবনাবসানের পর স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে স্ত্রী জানতে পারেন তাঁর স্বামী অন্য এক মহিলাকে সর্বসাকুল্যে ১৯ মিলিয়ন ইউয়ান পাঠিয়েছেন। যা ভারতীয় মুদ্রায় ২৬ কোটি টাকার মত।
চিনের এই ঘটনা অবাক করে দিয়েছে সকলকে। ১১ বছরেও ওই মহিলা টের পাননি তাঁর স্বামীর উপপত্নীর অস্তিত্ব। তবে স্বামীর জীবনাবসানের পর এসব কথা জানতে পেরে ওই ব্যক্তির স্ত্রী এবং সন্তানেরা ওই উপপত্নীর কাছ থেকে সব টাকা এবং উপহার ফেরত চেয়ে মামলা করেন চিনের আদালতে।
সেখানে আদালত তাঁদের পক্ষেই রায় দিয়েছে। ওই উপপত্নী মহিলা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন জানালেও তা নাকচ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে চিনের সাংহাইতে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি প্রকাশিত হয়।













