World

তরুণ প্রজন্মকে বিয়েতে উৎসাহ দিল মহিলারা, তবে কেউ জীবন্ত নয়

এ এক অভিনব ভাবনা। দেশের তরুণ প্রজন্ম বিয়েতে উৎসাহ হারাচ্ছে। তাদের বিয়েতে উৎসাহ দিতে অনেক মহিলা ভাগ করল তাদের কষ্টের কথা। এরা কেউ জীবন্ত নয়।

হাসপাতালর মত জায়গা। সেখানেই এক মধ্যবয়সী মহিলা একা বসে কাঁদছে। কেননা তার কেউ আপনার বলে নেই। সে একা। এই একাকীত্বের কারণ সে নিজেই। যৌবনে সে বিয়ে করতে চায়নি। তাই এখন তার পাশে থাকার কেউ নেই।

একইভাবে অন্য এক মহিলাকেও বিয়ে না করে জীবন কাটানোর সিদ্ধান্তের জন্য আক্ষেপ করতে দেখা যাচ্ছে। একাকীত্বের যন্ত্রণার কথা সকলের মুখে। এমন অনেক মহিলা তাদের বিয়ের না করার সিদ্ধান্ত সঠিক ছিলনা বলে জানাচ্ছে। এমনই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে চিনে।

এই মহিলারা বাস্তবে নেই। এদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে। তাদের মুখ দিয়ে কথাগুলো বলানো হয়েছে। যাতে তরুণ প্রজন্ম বিয়ে থেকে মুখ ফিরিয়ে না থাকে। তারা যেন বিয়েটা করে। বুঝতে পারে মধ্যবয়স বা বৃদ্ধ বয়সে গিয়ে একাকীত্বের যন্ত্রণা।

এমনকি চিনের অনেক বাবা মা তাঁদের সন্তানকে বিয়ে করতে উৎসাহ দিতে এই ক্লিপগুলি দেখাচ্ছেন। এমন মহিলারা নেই। সবই বানানো। তবে বার্তাটা পরিস্কার। চিনে জন্মহার কমতে থাকায় তা সে দেশের সরকারের চিন্তার কারণ হয়েছে। এখন চিনা সরকারই বিয়ে করা, সন্তান প্রতিপালন করার জন্য দেশের যুব প্রজন্মকে নানাভাবে উৎসাহ দিচ্ছে।

আবার বিয়ে করলেও অনেকে সন্তান চাইছেন না, তাঁদেরও একাধিক সুবিধা দিয়ে সন্তান চাইছে চিনা সরকার। এমনকি হালে কন্ডোমের ওপর করেও সুরাহা দিয়েছে চিন। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *