১ ঘণ্টায় ৭০০ কিলোমিটার পার, জন্ম নিল আশ্চর্য ট্রেন
চোখের সামনে দিয়ে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে। কিন্তু খালি চোখে দেখা যাচ্ছেনা। কেবল বোঝা যাচ্ছে একটা কিছু সামনে দিয়ে চলে গেল। জন্ম নিল এমন পলক ফেলা ট্রেন।
যথেষ্ট গতিশীল ট্রেন বলেই পরিচিত রাজধানী, শতাব্দী, দুরন্তের মত ট্রেনগুলি। এগুলি গতিতে থাকলে স্টেশন পার করার সময় স্টেশনে দাঁড়ানো মানুষজন প্ল্যাটফর্মের ধার থেকে অনেকটা সরে দাঁড়ান। আশ্চর্য হয়ে যান তাদের গতি দেখে।
কিন্তু এসব গতির ট্রেনকেও হারিয়ে দেয় বুলেট ট্রেন। যা ভারতের বুকে চলা শুরু করার অপেক্ষা। সেই বুলেট ট্রেনকেও হেলায় হারাবে এই ট্রেন। যার নাম ম্যাগলেভ ট্রেন। ট্রেনটি ১ ঘণ্টায় ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা ধরে। যা পৃথিবীর মানুষের কাছে অন্যতম আশ্চর্য।
ট্রেনটি যখন ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছোটে তখন তা রেললাইনের ওপর ভাসে। সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সাহায্যে এটি এতটাই গতি পায় যে রেললাইন স্পর্শ না করেই তা ছুটে চলে।
এটি যখন কারও সামনে দিয়ে যায় তখন ট্রেনটি যে গেল তা দেখা যায়না। কেবল বোঝা যায় একটা কিছু সামনে দিয়ে চোখের পলকে চলে গেল। একটি রূপোলী রেখার মত। আর এটি সামনে দিয়ে যখন চলে যায় তখন পিছনে একটা ধোঁয়াশার মত লেজ দেখতে পাওয়া যায়।
চিনে এই ট্রেনটি তৈরি হয়েছে। যার সফল পরীক্ষাও হয়ে গেল। এ ট্রেন সাধারণ মানুষের ব্যবহারের জন্য পথচলা শুরু করলে চিনের দূরদূরান্তের শহরের মধ্যে যোগাযোগ কেবল পলক ফেলার অপেক্ষা হয়ে যাবে। বাঁচবে সময়।













