রেস্তোরাঁর খাবার থেকে কেক, একের পর এক মানুষের দাঁত, মাথায় হাত দেশের প্রশাসনের
কোথাও রেস্তোরাঁর খাবারে পাওয়া গেল মানুষের দাঁত তো আবার কোথাও কেকের মধ্যে দাঁত। এমন পরপর কাণ্ড নাড়িয়ে দিয়েছে এ দেশের প্রশাসনকেও।

একটি রেস্তোরাঁর আউটলেট থেকে একটি সসেজ কিনেছিলেন এক ব্যক্তি। কিন্তু খেতে গিয়ে কার্যত আঁতকে ওঠেন তিনি। একটা সসেজ খেতে গিয়ে তার মধ্যে থেকে তিনি ৩টি মানুষের দাঁত পান। একটা সসেজের মধ্যে ৩টি দাঁত! এল কোথা থেকে? এদিকে এ রেস্তোরাঁর যথেষ্ট নামডাক রয়েছে।
দ্বিতীয় ঘটনা অন্য এক শহরে। সেখানে এক মহিলা তাঁর বাবার জন্য একটি অত্যন্ত সুপরিচিত ফুড চেন সংস্থার আউটলেট থেকে ডিম সাম কেনেন। ওই বৃদ্ধ সেটি খেতে গিয়ে তার মধ্যে থেকে ২টি মানুষের দাঁত পান। মহিলা সাফ জানিয়েছেন ওই ২টি দাঁত তাঁর বাবার নয়।
প্রসঙ্গত এই ২টি সংস্থা আলাদা। তাদের খাবারও আলাদা। এবার তৃতীয় ঘটনা। এটা আবার দেশের বিখ্যাত কেক প্রস্তুতকারী সংস্থার একটি দোকানের ঘটনা। সেখান থেকে সন্তানের জন্য কেক কিনেছিলেন এক মহিলা। পরে তিনি কেক খাওয়াতে গিয়ে তার মধ্যে থেকে দাঁত পান। সে দাঁতে আবার স্ক্রু লাগানো ছিল।
ফলে মহিলার আবার ধারনা হয় ওটা নকল দাঁত। কিন্তু মাত্র ২ দিনে ৩টি জায়গার ৩ ধরনের খাবার থেকে দাঁত উদ্ধার কার্যত প্রশাসনকেও নাড়িয়ে দিয়েছে। ৩ ক্ষেত্রেই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে দাঁতগুলি তাদের খাবারে কীভাবে এল তা তারাও বুঝে উঠতে পারছেনা।
এই দাঁত কাণ্ড ঘটেছে চিনে। সসেজের ঘটনাটি জিলিন প্রদেশের, ডিম সাম-এর ঘটনাটি ডংগুয়ান শহরে এবং কেকের ঘটনাটি ঘটেছে সাংহাইতে। এই ঘটনার কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর চিনে খাদ্য সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বাইরের খাবার কিনতে দ্বিধা বোধ করছেন। মানুষের দাঁত এভাবে আসছে কোথা থেকে তা জানতে তদন্ত শুরু হয়েছে।