৫২ কোটি বছর আগে পৃথিবীতে ঘুরত মাকড়সার পূর্বপুরুষরা, অদ্ভুত উপায়ে জানলেন বিজ্ঞানীরা
কয়েক কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত একটি সন্ধিপদ প্রাণি। বিজ্ঞানীরা তার জীবাশ্ম খুঁজে পাওয়ার পর প্রথমে সেটার বয়সটাই বুঝতে পারেননি।

একটি জীবাশ্ম নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীদের কাছে আসল বিষয়টি পরিস্কার হয়েছে। পরীক্ষালব্ধ ফল থেকে তাঁরা জানতে পেরেছেন কোটি কোটি বছর ধরে বাঁচার লড়াইয়ে টিকে থাকতে গিয়ে সময়ের সাথে তারা অভিযোজিত হয়েছে। কিন্তু একদম হারিয়ে যায়নি।
বিজ্ঞানীরা সবচেয়ে অবাক হয়েছেন এই জীবাশ্মটির শরীরের গঠন দেখে। অদ্ভুতভাবে ৫২ কোটি বছর পর খুঁজে পাওয়া এই জীবাশ্মের মাথা থেকে শুরু করে নাড়িভুঁড়ি সব আজও একইভাবে অক্ষত রয়ে গেছে। এতেই বোঝা যায় তার শরীরের গঠন বেশ মজবুত ছিল।
বিভিন্ন প্রাণির দেহ বছরের পর বছর ধরে মাটির নিচে চাপা পড়ে জীবাশ্মে পরিণত হয়। তাতে তার অবয়ব বা দেহ রেখাটুকু দেখেই বিজ্ঞানীরা যতটুকু ধারনা পান সেই নিয়েই গবেষণা করেন। কিন্তু তাদের ভিতরের গঠন সম্পর্কে সঠিক কোনও তথ্য সাধারণত পাওয়া যায়না।
অথচ এই জীবাশ্মটির বেলায় খুব অদ্ভুতভাবে তার শরীরের ভিতরের সব অঙ্গগুলি অক্ষত রয়েছে। ফলে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে নতুন দিশার সন্ধান পেলেন। সৃষ্টির আদিতে প্রাণিদের শরীরের গঠন সম্পর্কেও তাঁরা একটি স্পষ্ট ধারনা পেলেন।
সম্প্রতি নেচার পত্রিকায় এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা প্রাণিটির নাম দিয়েছেন ইউতি ইউয়ানশি। জীবাশ্মটি চিনের ইউনান প্রদেশ থেকে পাওয়া গিয়েছিল। বর্তমানে তা ইউনান বিশ্ববিদ্যালয়েই সংরক্ষিত আছে। ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পৌরোহিত্যে গবেষণাটি করা হয়।
ইউতির শরীরের গঠন দেখে বিজ্ঞানীরা জানিয়েছেন সেসময় যে সন্ধিপদ প্রাণিরা বেঁচে ছিল তাদের দ্রুত বিবর্তন হয়েছে। সেই প্রাণিদের বংশধররাই আজও পৃথিবীতে মাকড়সা এবং কাঁকড়া রূপে বেঁচে আছে। লার্ভাটির এমন সুস্পষ্ট জীবাশ্মের কারণেই এই বিষয়টি জানা সম্ভব হয়েছে।