World

৩৩ সেকেন্ডে ১০টি রং, বিশ্বকে চমকে দিল এই তোতাপাখি

আপাতত সে পৃথিবী বিখ্যাত। হওয়ার কারণও রয়েছে। রং যে তার চোখে কীভাবে লেগে থাকে তার প্রমাণ পেলেন সকলে। যা করল তা এক কথায় অসামান্য।

চেহারায় সে ছোট। গায়ে তার রংয়ের মাখামাখি। সুন্দর সেই তোতাপাখি যে শুধু রূপে মুগ্ধ করে তা নয়, গুণেও মুগ্ধ করে। এমন গুণী তোতাপাখি তো সারা বিশ্বকে মুগ্ধ করবেই। সে যা করে দেখাল তা এক কথায় অবিশ্বাস্য।

সেই তোতাপাখিকে নিয়ে তার মনিব হাজির হয়েছিলেন একটি চৌকো বোর্ডের সামনে। যার একদিকে রাখা ছিল ১০টি রংয়ের ছোট ছোট বালতির মত।

পাখিটির মতই ছোট্ট সেই বালতিগুলি। প্রত্যেকটির রং আলাদা। এর ঠিক উল্টোদিকে রাখা ছিল ১০টি ওই একই রংয়ের স্ট্র বল। এবার শুরু হয় সময় গোনা। পাখিটিকে ছেড়ে দেওয়া হয় ওই চৌকো বোর্ডের ওপর।


পাখাটি সেখানে পা রেখে আর সময় নষ্ট করেনি। একটি করে রঙিন বল চঞ্চুতে তুলে আনে। আর ঠিক ওই রংয়ের বালতিতেই সেটা রেখে ফের ছুট দেয় উল্টো দিকে।

আবার অন্য একটি রংয়ের বল তুলে আনে। সঠিক রংয়ের বালতিতেই সেটা রাখে। এভাবে একটা একটা করে বল তুলে সেই বলের রংয়ের বালতিতেই সেটিকে রেখে দেয়। একটাও ভুল না করে। আর এই পুরো কাজটা সে সম্পূর্ণ করতে সময় নেয় মাত্র ৩৩.৫ সেকেন্ড।

এত ভাল রং বোঝা পাখি বিরল। এই তোতাপাখিটি তো আবার রেকর্ডও গড়েছে। কারণ এত কম সময়ে বিশ্বে আর কোনও পাখি রং চিনে দেখাতে পারেনি।

চিনের এই জিয়াওগুই নামে তোতাপাখিটি এখন অনেকের মন কেড়ে নিয়েছে। অবশ্য একদিনে তার এই ক্ষমতা তৈরি হয়নি। পাখিটি যখন খুব ছোট তখন থেকেই তার মনিব তাকে এই রং চেনার অনুশীলন করিয়েছিলেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *