অতিরিক্ত সময় মিটিং, ২ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিল সংস্থা
এক ব্যক্তিকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হল একটি সংস্থাকে। অতিরিক্ত সময় মিটিং করানোর ক্ষতিপূরণ গুনতে হল তাদের। দিতে হল ২ লক্ষ ২৫ হাজার টাকার ওপর।

২০২০ সাল। সেই সময় একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজ পান এক ব্যক্তি। কিন্তু সংস্থায় যোগদানের পর থেকেই তিনি একটি বিষয় নিয়ে বিরক্ত ছিলেন। সেটা হল কাজের সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময় মিটিংয়ে ডাকেন ওই সংস্থার আধিকারিকরা।
অনলাইনেই হয় মিটিং। অফিসের সময় শেষ করে শুরু হত ওই মিটিং। চলত ঘণ্টার পর ঘণ্টা। ওই ব্যক্তির দাবি, মিটিংয়ে যোগ না দিলে জরিমানাও গুনতে হত তাঁদের। এ নিয়ে তিনি বার বার সংস্থার বিরুদ্ধে মুখও খুলেছেন।
২০২৩ সালে ওই সংস্থা তাঁকে বরখাস্ত করে। তারপর ওই ব্যক্তির মনে হয় যে ওই সংস্থা তাঁকে দিয়ে যে অতিরিক্ত সময় মিটিং করিয়েছে সেই ওভার টাইমের জন্য কোনও অর্থ প্রদান করেনি। তিনি আদালতের দ্বারস্থ হন।
ওই সংস্থা অবশ্য আদালতে দাবি করে মিটিংয়ে না থাকলে কোনও কর্মীকে জরিমানা করা হতনা। তবে আদালতের হাতে যে সব মিটিংয়ের স্ক্রিনশট এবং অন্যান্য প্রামাণ্য তথ্য ওই ব্যক্তি তুলে দেন তাতে মামলার রায় তাঁর পক্ষে যায়।
আদালতে প্রমাণ হয় যে তাঁকে দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়েছে ওই সংস্থা। তার জন্য তাঁকে ওভার টাইমের পারিশ্রমিক প্রদান করেনি। তাই চিনের এক আদালত রায় দিয়েছে ওই ব্যক্তিকে ১৯ হাজার ইউয়ান প্রদান করতে হবে। ভারতীয় মুদ্রায় যা ২ লক্ষ ২৫ হাজার টাকার কিছু বেশি। চিনের এই ঘটনা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।