World

সুন্দরী লাগতে সুপার ডায়েটিং, যায় যায় অবস্থায় কিশোরী

জন্মদিনে সবাই চায় তাকে সুন্দর লাগুক। নতুন পোশাকে আরও সুন্দর। সেজন্য এক ১৬ বছরের কিশোরীকে জীবনের সঙ্গে লড়াই করতে হল।

বয়স মাত্র ১৬ বছর। কিশোরী বটে। তবে এই বয়সে সুন্দর করে সাজার প্রতি আকর্ষণ থাকতেই পারে। আর সেই সাজ যদি জন্মদিনের অনুষ্ঠানের জন্য হয় তাহলে তা আরও সুন্দর হতে হবে।

ওই কিশোরী তার জন্মদিনের জন্য যে নতুন পোশাক পরার স্থির করেছিল সেটা পরে তাকে যাতে খুব সুন্দর লাগে সেজন্য ২ সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু করে দেয়। আর সেখানেই বড় ভুল করে ফেলে। এমন ভুল যা তার জীবন কেড়ে নিতে পারত অচিরেই।

ওই কিশোরী জন্মদিনের ২ সপ্তাহ আগে থেকে রোগা হওয়ার জন্য খাবার খাওয়া প্রায় বন্ধই করে দেয়। সারাদিনে সামান্য কিছু আনাজ ছিল তার খাদ্য। সেই সঙ্গে প্রতিদিন যাতে পেট পরিস্কার হয় সেজন্য জোলাপ খেতে থাকে প্রতিদিন।

যা তার শরীরের ভয়ংকর ক্ষতি করে। ১ সপ্তাহ কাটতে না কাটতেই সে প্রবল শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পায়ের জোর হারিয়ে ফেলে। এমন অবস্থা হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

এত দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকে যে চিকিৎসকেরাও চিন্তায় পড়ে যান। শরীরের পটাশিয়াম স্তর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। অনেক চেষ্টায় কিশোরীর জীবন বাঁচাতে সক্ষম হন চিকিৎসকেরা।

নিছক জন্মদিনের পোশাকে যাতে তাকে সুন্দর লাগে সেজন্য এমন মরিয়া ভাবে রোগা হওয়ার চেষ্টা যে প্রাণ যাওয়ার দরজায় পৌঁছে দিতে পারে তার এক উদাহরণ হয়ে রইল চিনের হুনান প্রদেশের এই কিশোরীর কাহিনি। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর আলোড়ন ফেলে দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *