World

১৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি এ শহর

১৪০ বছরের রেকর্ড বলছে এমন বৃষ্টি এ শহরে তার মধ্যে কখনও হয়নি। কিন্তু এবার সেই বৃষ্টিই প্রত্যক্ষ করতে হল শহরবাসীকে।

১৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি বলে বলা হলেও সেটা ১৪০ বছরের বেশিও হতে পারে। এমনকি এমন বৃষ্টি আগে কখনও না হয়েও থাকতে পারে। কারণ বৃষ্টির যে রেকর্ড রাখা হয় তা গত ১৪০ বছরের খতিয়ান সংরক্ষণ করেছে। তার আগের পরিসংখ্যানের কোনও উল্লেখ সেখানে নেই। তার আগে এ রেকর্ড রাখার ব্যবস্থাই ছিলনা।

কিন্তু ১৪০ বছরে যে রেকর্ড রাখা রয়েছে তাতে এই প্রায় দেড়শো বছরের সময়কালে এমন বৃষ্টি শহর কখনও দেখেনি। বৃষ্টিটা শুরু হয়েছিল গত ২৯ জুলাই থেকে। আর তা অনেকটাই ধরেছে বুধবার অর্থাৎ ২ অগাস্ট সকাল ৭টায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তাই এই সময়কালের মোট বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে। যাতে দেখা গেছে মোট বৃষ্টি হয়েছে ৭৪৪ মিলিমিটার। এটা এর আগে চিনের রাজধানী শহর বেজিং দেখেনি।

টাইফুন দকসুরি চিনের উপকূলে আছড়ে পড়ার পর তার তাণ্ডবেই এই বৃষ্টিপাত বলে জানা গিয়েছে। যা একটানা চলতেই থেকেছে। এভাবে একটানা বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে। মৃত্যু হয়েছে ১১ জনের। অনেকেই প্রবল বৃষ্টির জেরে আতান্তরে পড়েন।

দকসুরির জেরে টানা বৃষ্টি শুরুর পর লাল সতর্কতা জারিও করে বেজিং প্রশাসন। শহরে বিশেষ সতর্কতা নেওয়া হয়। বন্যা নিয়ন্ত্রণ ও যাবতীয় পরিষেবা অক্ষুণ্ণ রাখতে প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করে।

তবে ২ বুধবার সেই সতর্কতা তুলে নেওয়া হয়। বৃষ্টি কমে আসায় ফুঁসতে থাকা নদীগুলিও এখন বিপদসীমার নিচ দিয়ে বইছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *