Entertainment

খালি বাটি হাতে অন্যদেশের মানুষ আঁকড়ে ধরলেন বাপ্পি লাহিড়ীর গান

হাতে খালি বাটি। গলায় বাপ্পি লাহিড়ীর গান। গোটা দেশের মানুষ আঁকড়ে ধরেছেন এই গানকে। যদিও সে দেশ বাপ্পি লাহিড়ীর দেশ নয়।

বাপ্পি লাহিড়ীর অগুন্তি হিট গানের মধ্যে একটি অবশ্যই জিমি জিমি জিমি, আজা আজা আজা। ডিস্কো ড্যান্সার সিনেমার সেই কালজয়ী গান এখনও বাজলে মানুষের কোমর নিজে থেকেই দুলে ওঠে।

সেই নেচে ওঠার মত গান যে প্রতিবাদের ভাষাও হতে পারে, তাও আবার হাসির ছলে তা এবার প্রমাণ হল। তবে ভারতে নয়, অন্যদেশে বাপ্পি লাহিড়ীর গান এতদিন পরেও কেড়ে নিল সব ফোকাস।

চিনের নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে। সেখানকার মানুষ তা ব্যবহার করেন। যার ওপর কড়া নজরদারিও চালায় দেশের সরকার।

কোনও রাষ্ট্র বা সরকার বিরোধী পোস্ট হলেই তা দ্রুত মুছে ফেলা হয়। সেখানে এমন একটা ব্যঙ্গকে যে চিন সরকার মেনে নিয়েছে এটাই দেখে অবাক হচ্ছেন অনেকে।

চিনে এখন লকডাউনের জেরে গৃহবন্দি মানুষের প্রতিবাদের ভাষা হয়েছে জিমি জিমি। খালি বাটি হাতে এক তরুণীকে গানের প্রথম কথাগুলি গাইতে দেখা যাচ্ছে। পিছনে বাজছে সুর।

খালি বাটি হাতে তাঁদের প্রতিবাদ হল লকডাউনে প্রয়োজনীয় খাবার না পাওয়া নিয়ে। তাঁদের দাবি, তাঁরা চেয়েও খাবার ঠিকমত পাচ্ছেন না। তাই খালি বাটি হাতে খাবারকে ডাকার গান গাইছেন তাঁরা। এই প্রতিবাদ অবশ্য এখনও চিন সরকার মুছে দেয়নি।

প্রসঙ্গত ভারতীয় সিনেমা বহুকাল আগে থেকেই চিনের মানুষের মন জয় করে। এখনও সেই ধারা অব্যাহত। ভারতের অনেক গানই চিনে বিখ্যাত। মানুষের মুখে মুখে ঘোরে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *