SciTech

মাটির তলায় ডাইনোসরের জীবাশ্ম, এখানে পৌঁছল কীভাবে সেটাই বুঝতে পারছেন না বিজ্ঞানীরা

এক বিশেষ ধরনের ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। কিন্তু এ ডাইনোসর যেখানে পাওয়া গেল সেখানে সেগুলো এল কীভাবে সেটাই বুঝে উঠতে পারছেন না বিজ্ঞানীরা।

Published by
News Desk

১৪৫ মিলিয়ন বছর থেকে ৬৬ মিলিয়ন বছর আগের সময়কালকে ক্রেটেসিয়াস যুগ হিসাবে ধরা হয়। আর এই ডাইনোসরেরা ঘুরে বেড়াত ৭২ মিলিয়ন বছর আগে।

৭ কোটি ২০ লক্ষ বছর আগে তারা যখন ঘুরে বেড়াত তখন তাদের দেখতে ছিল অনেকটা হাঁসের মত। তাই এই ডাইনোসরদের ডাক বিলড ডাইনোসর বলা হয়। এরা ছিল তৃণভোজী।

চিলির পাটাগোনিয়া অঞ্চলে মাটি খুঁড়ে এই ডাইনোসরদের জীবাশ্ম পাওয়া গিয়েছে। যা অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। ১৩ থেকে ১৪ ফুটের এই ডাইনোসররা যে এশিয়া ও উত্তর আমেরিকায় ঘুরে বেড়াত তা আগেই জানতেন বিজ্ঞানীরা। কিন্তু তাঁরা বুঝে উঠতে পারছেন না তারাই কীভাবে দক্ষিণ আমেরিকার চিলির দক্ষিণ প্রান্তে পৌঁছে গেল?

গঙ্কোকেন ন্যানোই নামে এই ডাইনোসররা হিংস্র প্রকৃতির ছিলনা বলেই জানা গেছে। এই ডাইনোসরদের জীবাশ্ম যে চিলিতে আদৌ পাওয়া যেতে পারে সে ধারনাই ছিলনা বিজ্ঞানীদের।

তাই বিভিন্ন প্রকারের ডাইনোসরদের জীবন ও বাসস্থান নিয়ে যে ধারনা এতদিন ছিল তাতে সামান্য বদল আনতে হবে বিজ্ঞানীদের। চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা খনন করতে গিয়ে এই ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পান।

এখন সেগুলি বিশেষভাবে সংরক্ষিত করা হয়েছে। তা পরীক্ষার কাজও চলছে। যা পাওয়া গিয়েছে তা থেকে সে সময় এই ডাইনোসরদের সম্বন্ধে আরও কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছেন গবেষকেরা।

Share
Published by
News Desk
Tags: Chile

Recent Posts