World

নৌকা সমেত এক যুবককে গিলে ফেলল তিমি, বাকিটা রূপকথার মত

নৌকায় করে সমুদ্রে ঘুরে বেড়ানোর সময় এক যুবককে আস্ত গিলে ফেলল একটি তিমি। এরপর যেটা হল তা যে কোনও টানটান কাহিনিকে হার মানাবে।

Published by
News Desk

বাবা একটি নৌকায়। তিনি নিজে একটা নৌকায়। বাবার থেকেই হয়তো এই অ্যাডভেঞ্চারের নেশা। ২৪ বছরের যুবক তাই ছোট ডিঙি নৌকাটি নিয়ে ভেসে বেড়াচ্ছিলেন সমুদ্রের বুকে। ছেলের সেই জলে ঘোরার দিকে নজর রাখছিলেন ছিলেন বাবা।

ক্যামেরায় ছেলের সেই ছবি তুলেও রাখছিলেন। সেই সময় তাঁর নজরে পড়ে বিষয়টি। তিনি দেখেন একটি অতিকায় হাম্পব্যাক বা কুঁজো তিমি জল থেকে উঠে বিশাল হাঁ করে তাঁর ছেলেকে নৌকা সমেত গিলে ফেলল। এরপর কিছুক্ষণের অপেক্ষা। স্থির জল।

কুঁজো তিমিটি জলের তলায় চলে গেছে। কার্যত কিছুই করার নেই। বাবার হাতে থাকা ক্যামেরা তখনও চলছে। তারপর যেন রূপকথার মতন আচমকা ফের জলে ভেসে উঠল সেই নৌকাটি। নৌকার সঙ্গে তাঁর ছেলেও ভাসছেন জলে।

ঘটনাটি ঘটেছে চিলির প্যাটাগোনিয়ার ম্যাজেলান প্রণালিতে সমুদ্রের ওপর ভেসে বেড়ানোর সময়। আদ্রিয়ান নামে ওই যুবক পরে জানান তিনি মুহুর্তের মধ্যে একটা অন্ধকার কূপের মধ্যে হারিয়ে যান।

তিনি বেশ বুঝতে পারেন তাঁর সারা দেহ একটি চটচটে লালার মত জিনিসে ঢাকা পড়ে গেছে। তিনি আরও বুঝতে পারেন তাঁর আর বাঁচার আশা নেই। আর ঠিক সেই সময় আদ্রিয়ান ফের বেরিয়ে আসেন বাইরে জলের মধ্যে। সেই জলে ভাসতে থাকেন তিনি।

আসলে ওই তিমিটি তাঁকে গিলে নিয়েছিল ঠিকই, কিন্তু পরে তাঁকে উগরে দেয়। তিমি মানুষ খায়না। বিশেষজ্ঞেরা বলেন, তিমি সমুদ্রে মাছ খাওয়ার জন্য হাঁ করে গিলতে থাকে।

সেখানে এর আগেও মানুষ তার মুখে ঢুকে যাওয়ার উদাহরণ রয়েছে। কিন্তু তিমি মানুষ গিলতে পারেনা। তাদের খাদ্যনালী মানুষ গেলায় সক্ষম নয়। তাই মুখে ঢুকে গেলে তারা মানুষকে উগরে দেয়। যেভাবে আদ্রিয়ানকে উগরে দিল তিমিটি।

Share
Published by
News Desk
Tags: Chile

Recent Posts