রহস্যজনক ভাবে উধাও পাথর পাওয়া গেল ২৭৩৫ কিলোমিটার দূরে, কীভাবে গেল সেখানে
পর্বতারোহীরা এই পাথরের খণ্ডটিকে ভালবাসেন। ভালবেসে তার একটি নামও রেখেছিলেন তাঁরা। কিন্তু সে পাথর একদিন রহস্যজনক ভাবে উধাও হয়ে যায়।
যাঁরা সেখানে পাহাড়ে চড়ার জন্য যেতেন তাঁদের কাছে পাহাড়ে চড়ার সঙ্গে ওই পাথরটিকে দেখতে পাওয়া, সেটিকে ছুঁয়ে দেখার একটা আকর্ষণও কাজ করত। যাঁরা অগুন্তি পাথরের মধ্যে তাঁদের জীবনকে উপভোগ করেন, পাহাড়ে চড়েন, তাঁরা একটি প্রস্তরখণ্ডকে কিন্তু অন্যদের চেয়ে আলাদা করেছিলেন।
একটা ছোট গ্রানাইট পাথরের টুকরো তাঁদের এতটাই মন কেড়ে নিয়েছিল যে সেটির তাঁরা নামকরণও করেছিলেন। নাম দিয়েছিলেন পোর্টেবল। সেই পোর্টেবল একদিন রাতারাতি রহস্যজনক ভাবে উধাও হয়ে যায়।
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পাহাড়ি এলাকা স্কোয়ামিশে সুপারফ্লাই বোল্ডার-এর বেসে রাখা থাকা এই গ্রানাইটের টুকরোটি হারিয়ে যাওয়ার পর সেখানে গাছে গাছে পোস্টার সেঁটে দেন পর্বতারোহীরা। জিজ্ঞাসা একটাই, কেউ কি ওই পাথরটিকে দেখেছেন? উত্তর মেলেনি।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। এখান থেকে ২ হাজার ৭৩৫ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ে চড়তে গিয়েছিলেন স্কোয়ামিশের এক পর্বতারোহী যুবক। তিনি সেখানে খবর পান আয়রন ম্যান বোল্ডারিং স্পটে একটি এমন পাথর দেখা গেছে যার সঙ্গে পোর্টেবলের মিল থাকতে পারে।
খবরটা শোনার পরই তিনি সেখানে গিয়ে পাথরটি খতিয়ে দেখেন। একটু দেখেই ওই যুবক চিনে ফেলেন পোর্টেবলকে। তিনি বিষয়টি সকলকে জানান।
এরপর পাথরটি ফের স্কোয়ামিশে ফেরানোর ব্যবস্থা করা হয়। কিন্তু এটা রহস্য রয়ে গেছে যে কীভাবে পাথরটি ২ হাজার ৭৩৫ কিলোমিটার দূরে অন্য দেশের একটি বোল্ডারিং স্পটে পৌঁছে গেল। সে উত্তর খোঁজার চেষ্টা চলছে।













