World

অতিপ্রবল ঠান্ডায় জমে শেষ বাবা, মা ও ২ সন্তান

অতিপ্রবল ঠান্ডায় জমে মৃত্যু হল ৪ জনের। এঁদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, এক কিশোর ও একটি ছোট্ট শিশু রয়েছে।

তুষারপাত হচ্ছে অনবরত। এতটাই কঠিন পরিস্থিতি যে চারধার ঝাপসা। প্রায় কিছু দেখা যাচ্ছে না। তার মধ্যে ঠান্ডা বলে বোঝানোর নয়। হাড় হিম করা ঠান্ডা কোনও পোশাকে বাঁধ মানছে না। এমনই এক ভয়ংকর আবহাওয়ায় ঘেরা পরিবেশে বরফের মধ্যে থেকে উদ্ধার হল ৪ ভারতীয়ের দেহ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁরা একই পরিবারের। বাবা, মা ও ২ সন্তানের এমনই এক মর্মান্তিক মৃত্যু হল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে।

কানাডার দিক থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। পুলিশ মনে করছে তাঁরা সীমান্ত পার করতে গিয়ে ঠান্ডার কবলে পড়েন। কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সীমান্ত পার করে ঢুকতে গিয়ে এই পরিস্থিতির শিকার হতে হয় তাঁদের। যদিও সব দাবিই তদন্ত সাপেক্ষ।

ওই অতিপ্রতিকূল আবহাওয়ায় আরও বেশ কয়েকজন ভারতীয়ের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরাও সীমান্ত ধরেই হাঁটছিলেন। এঁদের দাবি তাঁদের সঙ্গেই আরও ৪ জন ছিলেন। কিন্তু তাঁরা দলছুট হয়ে যান।

মনে করা হচ্ছে মৃত ৪ জন এঁদের সঙ্গেই হাঁটছিলেন। এঁদের দাবি তাঁরা প্রতিকূল আবহাওয়ায় কিছু ঠাওর করতে পারছিলেননা। হাঁটছিলেন এই ভেবে যদি কারও নজরে পড়েন। কেউ তাঁদের উদ্ধার করে।

মৃত ৪ জন যে ভারত থেকেই কানাডা গিয়েছিলেন তা নিশ্চিত করা হয়েছে। তবে তাঁরা যদি সীমানা পার করে মার্কিন মুলুকে ঢোকার চেষ্টা করেই থাকেন তাহলে তা কেন করছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button