World

মার্কিন মুলুকে ডাকাতদের গুলিতে মৃত ভারতীয় ছাত্র

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো সিটিতে ডাকাতদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। মৃত ছাত্রের নাম ধরমপ্রীত সিং জাসার। ৩ বছর আগে স্টুডেন্ট ভিসায় অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করতে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিল ধরমপ্রীত। পার্ট টাইমে কাজ করত স্থানীয় একটি গ্রসারি স্টোরে। অভিযোগ সেখানেই গত মঙ্গলবার ডাকাত পড়ে। ৪ ডাকাত দোকানে ঢুকে জিনিসপত্র লুঠ করে পালানোর সময়ে দেখতে পায় ক্যাশ কাউন্টারের নিচে লুকিয়ে আছে ধরমপ্রীত। তখনই তারা তাঁকে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের।

৪ ডাকাতের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত বলে অনুমান পুলিশের। সেই অনুমানের ভিত্তিতেই অরমিতরাজ সিং অটওয়াল নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও লুঠে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, ধরমপ্রীত একেবারেই নিরীহ মানুষ। তাকে কিছু বেপরোয়া ডাকাতের নির্বুদ্ধিতার শিকার হতে হল। পঞ্জাবের বাসিন্দা ধরমপ্রীতের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button