World

বাগানে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে পড়েছিল, এত টাকা পেয়ে যা করলেন এক ব্যক্তি

তাঁর বাড়ির সামনে বাগান রয়েছে। সেই বাগানে আচমকাই তিনি লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে পড়ে থাকতে দেখেন। সেসব টাকা কুড়িয়ে যা করলেন ওই ব্যক্তি।

তাঁর বাগানে সবুজ ঘাসের ওপর ছড়িয়ে আছে প্রচুর টাকা। লক্ষ লক্ষ টাকা। সেই টাকার কোনও দাবিদার নেই। শুধু কি টাকা, সঙ্গে রয়েছে বেশ কয়েকটি দরকারি জিনিস। ওই ব্যক্তি দেরি করেননি। টাকাগুলি দ্রুত কুড়িয়ে নেন। তুলে নেন দরকারি জিনিসগুলিও।

ওই বিশাল অঙ্কের টাকা অনেকের জন্যই বড় প্রাপ্তি। তায় আবার কার টাকা জানা নেই। কিছু মানুষ এই প্রাপ্তিকে অগ্রাহ্য করতে পারবেননা। নিজের কাছে রেখে দেবেন।

কেউ তো আর টাকা দাবি করতে আসেননি তাঁর কাছে। কিন্তু ওই ব্যক্তি তা করেননি। তিনি সব টাকা ও জিনিসপত্র নিয়ে হাজির হন স্থানীয় থানায়। তারপর তা তাঁর বাগানে পাওয়া গিয়েছে জানিয়ে পুলিশের কাছে জমা দেন।

পুলিশ খুঁজতে গিয়ে জানতে পারে ওই ব্যক্তির এক প্রতিবেশি একটি ছোট ব্যাগে করে তাঁর প্রয়োজনীয় কিছু জিনিস এবং ৬২৭০ ডলার নিয়ে হাঁটতে বার হওয়ার পর সেটি খোয়া যায়। ভারতীয় মুদ্রায় ৬২৭০ ডলার মানে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার কিছু বেশি।

সেই টাকা এবং প্রয়োজনীয় জিনিসের অনেক খোঁজ করেও তিনি পাননি। অগত্যা তিনি পুলিশে জানিয়েছিলেন। পুলিশ ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে জানায় তাঁর প্রতিবেশির বাগানে ওই নগদ নোট এবং জিনিসগুলি পড়েছিল। ওই সৎ প্রতিবেশির কারণেই তিনি সবকিছু ফিরে পেলেন।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নেভাডা কাউন্টিতে। সেখানকার শেরিফ গোটা ঘটনার কথা সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। যা দেখার পর টাকা ফিরিয়ে দেওয়া ব্যক্তির সততাকে সকলেই তারিফ করেছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *