বিখ্যাত বিচের লাগোয়া সমুদ্রের জলে রহস্যজনক বুদবুদ
কোনও অস্বাভাবিক কিছু ঘটলে আর তা অনেক মানুষের সামনে ঘটলে তা এক ভয়ের পরিবেশ সৃষ্টি করে। মানুষ নিজেদের মত করে তার ব্যাখ্যা খুঁজতে থাকেন।
বিখ্যাত সমুদ্রসৈকত মানেই সেখানে পর্যটকের ঢল। স্থানীয়রা অনেকেই হাজির হন সেখানে অবসর কাটাতে। সমুদ্রের টানে, সমুদ্র স্নানে গা ভেজাতে বা রৌদ্র স্নান করতে সমুদ্রসৈকতের জুড়ি নেই।
এখানেই তাই মানুষের ভিড় ছিল বালুকাবেলায়। তাঁদের সামনেই অনন্ত সমুদ্রের জলরাশি। ঢেউ এসে আছড়ে পড়ছে সৈকতে। এইসময় অনেকের নজর কাড়ে বিষয়টি। দেখেন সমুদ্রের ধার থেকে সামান্য দূরেই সমুদ্রের জলে এক বড় এলাকা জুড়ে বুদবুদ কাটছে।
জল সেখানে যেন অনেক নিচ থেকে উঠে আসছে। কি হচ্ছে ওটা? এমন দৃশ্য তো এখানে দেখা যায়নি! তবে এদিন কেন হচ্ছে? তার উত্তর খুঁজতে গিয়ে নানা তত্ত্ব সামনে আসতে থাকে।
কেউ বলেন ওটা মাছদের কাণ্ড, কেউ বলেন তিমি বাতকর্ম করছে, কেউ আবার ভিনগ্রহীদের কাজ বলেও ব্যাখ্যা করেন। সঠিক কারণ না জানা থাকায় আচমকাই এই রহস্যময় বুদবুদ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ক্যালিফোর্নিয়ার বিখ্যাত হারমোসা বিচ-এর কাছেই সমুদ্রের জলে এই আজব বুদবুদ নিয়ে অবশ্য পরে সবকিছুই খোলসা হয়। প্রশান্ত মহাসাগরের তলা দিয়ে এশিয়া পর্যন্ত একটি অপটিক্যাল ফাইবার পাতা রয়েছে। কিন্তু আরও একটি পাতার কাজ শুরু হয়েছে।
তার জন্য যে পাইপ ফেলা হচ্ছে তার কার্যকরিতা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। সেই কাজ করতে গিয়েই জলের তলায় পাইপে থাকা হাওয়া বার করার কাজ চলছিল। তখনই ওই বুদবুদ তৈরি হয় জলের উপরিভাগে। যাকে ঘিরে ভিনগ্রহীদের কাজও ভেবে ফেলেন কেউ কেউ। তবে বিষয়টি জানার পর সকলের কৌতূহল ও আতঙ্ক কেটে যায়।













