World

খালের জলে মানুষের দেহ ভাসছে, খবর পেয়ে পুলিশ এসে জানল অন্য সত্য

একটি খালের জল প্রবল গতিতে বয়ে যাচ্ছে। সেই খালেই একটি মানবদেহ আটকে রয়েছে বলে পুলিশের কাছে খবর যায়। খুব স্বাভাবিকভাবেই ছুটে আসে পুলিশ।

একটা খালের জল প্রবল গতিতে বয়ে চলেছে। সেই খালের জল একটি সিমেন্টের গাঁথনির ২ পাশ দিয়ে বইছিল। আর সেই সিমেন্টের গাঁথনির কাছে এক মানবদেহ আটকে আছে। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে তার গায়ে কোনও পোশাক নেই।

এই খবরটা দ্রুত পৌঁছে যায় পুলিশের কাছে। পুলিশ সেখানে হাজির হতে সময় নেয়নি। ওপর দিয়ে ব্যস্ত রাস্তা। তার তলা দিয়েই বয়ে যাচ্ছে খালটি। খালের জল যাতে আটকে না যায় সেজন্য কয়েকটি সিমেন্টের স্তম্ভের ওপর রাস্তাটা দাঁড়িয়ে আছে।

সেই স্তম্ভগুলির চারধার দিয়ে প্রবল স্রোতে খালের জল বয়ে যাচ্ছে। পুলিশ সেখানে হাজির হয়ে বেশ ভাল করে সেই দেহটি পর্যবেক্ষণ করার চেষ্টা করে। আর তাতে তারা যা জানতে পারে তাতে তারা আর সেটি তোলার কোনও চেষ্টাই করেনি।

বরং জলসেচ দফতরকে পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয়। তারপর সেখান থেকে চলে যায় পুলিশ। কিন্তু কি এমন দেখল পুলিশ যে তারা কোনও পদক্ষেপ না করেই চলে গেল।

পুলিশ দেখে যেটি আটকে আছে তা এক ঝলক দেখলে মানবদেহ বলে মনে হলেও আদপে সেটি একটি পূর্ণ চেহারার পুতুল। যেটি স্তম্ভের গায়ে আটকে রয়েছে। আর সেটিকে ধাক্কা দিয়ে জল বয়ে চলেছে প্রবল গতিতে।

পুতুল বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ সেটি তোলার জন্য জলসেচ দফতরকে খবর দিয়ে দেয়। কারণ খালটি জলসেচ দফতরের অধীনে। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *