Business

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর, অনেকটা বাড়ল ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর এল বুধবার। করোনার জন্য থমকে যাওয়া ডিএ ফের বাড়ল। আর যখন বাড়ল তখন বাড়ল এক লাফে অনেকটা।

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা বা ডিএ দেওয়া বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। গত বছর করোনার সময় থেকেই বন্ধ হয়েছিল বছরে ২ বার ডিএ দেওয়া। এটাও তখনই জানানো হয়েছিল যে ২০২১ সালের জুলাই থেকে ফের ডিএ চালু হবে।

কথা রাখল কেন্দ্র। ২০২১ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ বাড়ল কার্যত লাফিয়ে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা ১১ শতাংশ বৃদ্ধি করা হল। এতদিন তাঁরা ১৭ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছিলেন। তা বেড়ে এদিন করা হল ২৮ শতাংশ। অর্থাৎ বাড়ানো হল ১১ শতাংশ।

একলাফে এতটা মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণায় বেজায় খুশি কর্মচারিরা। ১ জুলাই থেকে এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি ৪৮ লক্ষের ওপর কর্মচারি ও ৬৫ লক্ষের ওপর পেনশন ভোগী এদিনের সিদ্ধান্তে উপকৃত হলেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁরা খুশি হয়েছেন।

গত বছর মহার্ঘভাতা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এতদিন মাইনের সঙ্গে ডিএ বাবদ কোনও বর্ধিত অঙ্ক দেখতে পাচ্ছিলেন না তাঁরা। এতদিনের অপেক্ষা শেষ হল। এবার তাঁরা ফের বর্ধিত ডিএ পেতে চলেছেন।

১১ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার কথা কেন্দ্রের তরফে ঘোষণা হওয়ার পরই তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More