Business

মাথা পিছু আয়ে ভারতকে টেক্কা দিল বাংলাদেশ

মাথা পিছু আয়ে ভারতের মত বৃহৎ অর্থনৈতিক শক্তিকে পিছনে ফেলে দিল বাংলাদেশ। যা অবশ্যই ভারতকে নতুন করে ভাবাবে। অন্যদিকে বাংলাদেশের দিক থেকে এটা বড় সাফল্য।

দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা বড় নিদর্শন হয় সে দেশের মাথা পিছু আয়। ভারতে যে মাথা পিছু আয় অনেক দেশের থেকেই কম তা নিয়ে আগেই লোকসভায় তোলপাড় হয়েছে। এবার প্রতিবেশি বাংলাদেশ ভারতকে এই বিষয়ে টেক্কা দিয়ে গেল।

বাংলাদেশের অর্থনীতি বড় একটা শক্তিশালী যে নয় একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ক্রমে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা মানবসম্পদ রক্ষায় বাংলাদেশ এখন উন্নতি করছে দ্রুত। আর তারই একটা প্রতিফলন পাওয়া গেল তাদের মাথা পিছু আয়ে।

বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী মন্ত্রিসভায় যে খতিয়ান পেশ করেছেন তাতে জানানো হয়েছে বাংলাদেশের মাথা পিছু আয় বৃদ্ধি হয়েছে।

২০২০-২১ অর্থবর্ষে ২ হাজার ৬৪ ডলার থেকে বেড়ে তা হয়েছে ২ হাজার ২২৭ ডলার। ২০১৯-২০ অর্থবর্ষের চেয়ে ৭ শতাংশ বেড়েছে তাদের মাথা পিছু আয়।

অন্যদিকে ভারতের এখন মাথা পিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। অর্থাৎ বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের মাথা পিছু আয়ের চেয়ে ২৮০ ডলার বেশি।

প্রসঙ্গত ২০০৭ সালে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের মাথা পিছু আয়ের অর্ধেক ছিল। সেখান থেকে মাত্র ১৪ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতকে টেক্কা দিয়ে এগিয়ে গেল। পিছিয়ে পড়ল ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More