Business

অনলাইনে অর্ডার করেছিলেন মাউথওয়াশ, পেলেন দামি মোবাইল

একটা মাউথওয়াশ দরকার ছিল। তাই তা অনলাইনে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু ডেলিভারি আসতেই চমকে উঠলেন তিনি। মাউথওয়াশ নয়, তিনি পেয়েছেন একটা দামি মোবাইল ফোন।

মুম্বই শহরে এখন লকডাউন চলছে। ফলে বাড়ি থেকে বাইরে বার হওয়া মুশকিল। প্রয়োজনে বার হওয়া গেলেও অনেকেই করোনার জন্য সেই ঝুঁকি না নিয়ে অনলাইনে অর্ডার করছেন।

এমনই এক বাসিন্দা লোকেশ দাগা অ্যামাজনে একটি মাউথওয়াশ অর্ডার করেন। ডেলিভারিও আসে। বন্ধ প্যাকেট খুলে মাউথওয়াশ বার করতে যেতেই চমকে ওঠেন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এতো মাউথওয়াশ নয়! এতো আস্ত একটা ফোন! রেডমি নোট ১০ ফোন! অতিসাম্প্রতিক মডেলের এই বহুমূল্য ফোন দেখে মুশকিলে পড়ে যান তিনি।

এদিকে প্রায় সমসাময়িক সময়ে হায়দরাবাদ শহরে এক ব্যক্তি অপেক্ষায় ছিলেন অ্যামাজনে অর্ডার করা রেডমি নোট ১০ ফোন-এর জন্য। তাঁর কাছেও ডেলিভারি যায়। কিন্তু সেটা মাউথওয়াশ!

অর্ডার দিলেন ফোন, এল মাউথওয়াশ! মাথায় বাজ ভেঙে পড়ে তাঁর। অর্ডার যে রদবদল হয়েছে তা পরিস্কার। কিন্তু এমন একটি ভুল নিয়ে মুখ খোলেনি অ্যামাজন।

এদিকে লোকেশ দাগা ফোন ফেরতও দিতে পারছেন না। কারণ মাউথওয়াশ কনজিউমেবল বা ব্যবহারযোগ্য বস্তু। তাই তা এভাবে ফেরত হয়না।

পুরো বিষয়টি অ্যামাজনকে জানিয়েছেন তিনি। অনুরোধ করেছেন যাঁর ফোন তাঁর কাছে যেন সেটি পৌঁছে দেওয়া হয়। এদিকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More