Business

টানা ৩ দিন বন্ধ থাকছে রাজ্যের অন্যতম সোনার বাজার

রবিবার এমনিতেই ছুটি থাকে। বন্ধ থাকে দোকান। তার ওপর ‘জনতা কার্ফু’ তো মানছেন সকলেই। কিন্তু রবিবার কাটলেই তো করোনা উদ্বেগ কেটে যাচ্ছেনা। তাই করোনা সংক্রমণ রুখতে আপাতত আগামী সোম, মঙ্গল ও বুধবার গরাণহাটা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার স্বর্ণ ব্যবসায়ীরা।

গরাণহাটা কলকাতার অন্যতম পুরনো সোনার বাজার। রয়েছে সব মিলিয়ে প্রায় ১ হাজার ২৫০টির মত দোকান। করোনার উদ্বেগে সেখানে ব্যবসায় বড়সড় প্রভাব পড়ল। উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ ধর জানিয়েছেন, করোনা প্রতিরোধ করতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ী ও ক্রেতাদের সুরক্ষিত রাখতে গরাণহাটা বাজার টানা ৩ দিন বন্ধ রাখা হচ্ছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

কলকাতার অন্যতম পুরনো সোনার বাজার গরাণহাটা বাজার আগামী বৃহস্পতিবার সকালে যেমন খোলে তেমনই খুলবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎবাবু। তবে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীকালে আবারও বন্ধ হতে পারে এই সোনার বাজার।

অভিজিৎবাবু জানান, বৃহস্পতিবার খোলা হলেও ওইদিন সন্ধে ৬টায় গরাণহাটার ব্যবসায়ীরা ফের আলোচনায় বসবেন। সেখানেই সিদ্ধান্ত হবে আগামী দিনে তাঁরা দোকান খোলা রাখা নিয়ে কোন পথে হাঁটবেন। উত্তর কলকাতার অন্যতম এই বাজার বন্ধের ফলে ব্যবসায়ীরা অনেকটা ক্ষতির মুখে পড়বেন একথা ঠিকই, তবে করোনার কথা মাথায় রেখে আপাতত এই সিদ্ধান্তের পথেই হেঁটেছেন তাঁরা।

রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪। ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হয়েছে। রবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২৪ জন। এই পরিস্থিতিতে বহু বাজার কর্তৃপক্ষই বাজার বন্ধ রাখার পথে হাঁটছেন। তবে কাঁচা বাজার বা মাছ, মাংসের দোকান বা মুদির দোকান আপাতত খোলা থাকছে বলেই জানা গিয়েছে। যদিও সেখানে দোকান খোলা রাখার সময় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *