Business

কাজে লাগল সন্দেহ, অন্য দরজা খুলল দেশের কলা

সুযোগটা যে এসে যাবে তা কিছুদিন আগেও বোঝা যায়নি। তবে সে সুযোগ যখন এসেই গেল তখন দরজা খুলতে সময় নেয়নি ভারতীয় কলা।

ভারতের বিভিন্ন প্রান্তে কলা চাষ যথেষ্ট পরিমাণেই হয়। ভারতীয় জমি কলা উৎপাদনের জন্যও ভাল। বিশ্বজুড়েই কলার কদর রয়েছে। ব্রেকফাস্টের টেবিল থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে নানাভাবে কলা খেয়ে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আবার কলার উপকারিতাও অপরিসীম। স্বাস্থ্যকর এই ফলের প্রচুর ফলন আগেই ছিল। এবার ভারতীয় কলা নতুন দরজা খুলে ফেলল।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্ক সকলের জানা। এই রাশিয়া আবার তাদের দেশের কলার চাহিদা পূরণ করত ইকুয়েডরের কাছ থেকে কলা কেনে। রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম ইদানিং একটি বিষয় সামনে আনে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ইকুয়েডর রাশিয়ার থেকে অস্ত্র নিয়ে সেই অস্ত্র আমেরিকার হাতে তুলে দিচ্ছে। আমেরিকা আবার সেই অস্ত্রই ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য।

যদিও রাশিয়া সরকারিভাবে কিছু জানায়নি, তবে মনে করা হচ্ছে ইকুয়েডর থেকে বিপুল পরিমাণে যে কলা আমদানি করত রাশিয়া তা এক ধাক্কায় এ জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও রাশিয়া ইকুয়েডরের কলার মান নিয়ে প্রশ্ন তুলেই কলা আমদানি সে দেশ থেকে বন্ধ করে ভারত থেকে কলা কেনা শুরু করেছে। রাশিয়ার বাজারে কলার বিপুল চাহিদা পূরণ করতে এখন রাশিয়ার বড় ভরসা ভারতীয় কলা।

এদিকে এমন এক সুবর্ণ সুযোগ কার্যত লুফে নিয়েছে ভারত। ভারতীয় ফল ব্যবসায়ীরা কলার হাত ধরে রাশিয়ায় ফলের বৃহত্তর বাজারে রফতানি বাড়ানোর চেষ্টা শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *