Kolkata

হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করতে হল। মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ তাঁকে তাঁর পাম অ্যাভিনিউ-র বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত ১৮ মে করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু বুদ্ধদেববাবু তাতে রাজি ছিলেননা।

তিনি চেয়েছিলেন বাড়িতেই থেকে চিকিৎসা করাতে। এদিকে বুদ্ধদেববাবু করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হন।

মীরা ভট্টাচার্যকে একটি হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে তিনি গত সোমবার বাড়ি ফিরেছেন। এদিকে স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও বুদ্ধদেববাবু বাড়িতেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন।

কিন্তু মঙ্গলবার সকাল থেকে কিছুটা হঠাৎ করেই তাঁর অক্সিজেন লেভেল পড়তে থাকে। ৮০-তে নেমে যায় অক্সিজেন লেভেল। এরপর আর কোনও ঝুঁকি নেননি চিকিৎসকেরা। বুদ্ধদেববাবুকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ক্যান করা হয়েছে। বাড়িতেই সুস্থ হয়ে উঠতে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইপ্যাপের সাপোর্টে রাখা হয়েছিল বাড়িতে। কিন্তু এদিন তাতেও কোনও কাজ হচ্ছিল না।

বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকেরা। বাম নেতৃত্ব তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়।

Show More