World

পদত্যাগের কথা ঘোষণা করলেন ক্যামেরন

আগামী অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। এর মধ্যে নতুন নেতা বেছে নিতে হবে দলকে। ব্রেক্সিটে পরাজয়ের পর ১০ নং ডাউনিং স্ট্রিটের দরজায় দাঁড়িয়ে একথা জানিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুরু থেকেই ইউরোয় থেকে যাওয়ার পক্ষে সওয়াল করে আসছিলেন তিনি। কিন্তু ইউরো থেকে বেরিয়ে আসার পক্ষেই দেশের বেশি মানুষের রায়ে এদিন কার্যতই ভেঙে পড়েন ক্যামেরন। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, কিছুটা অভিমান থেকেই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটা তাঁর রাজনৈতিক জীবনের জন্যও ভয়ংকর প্রমাণিত হতে পারে। এমন সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক ভবিষ্যতকে নিঃশেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button