এমন পিরামিড মিশরে পাওয়া যায়না, তবে আছে এবং বাড়ছে
এও এক ধরনের পিরামিড। তবে তা মিশরে পাওয়া যায়না। এ পিরামিডের এক বিশেষত্ব হল তা এখনও বড় হচ্ছে। এমন পিরামিডগুলি বিশ্বের একটি জায়গাতেই কেবল দেখা যায়।
কলোরাডো, সার্বিয়া বা ইতালিতে যে ধরনের বালির পিরামিড দেখতে পাওয়া যায় তার খ্যাতি আছে। তবে এ পিরামিড একটু অন্যরকম। এর খবরও কম মানুষই রাখেন। এ পিরামিড মোটেও মিশরে দেখা যায়না। মিশরের পিরামিডের সঙ্গে তার মিলও কম। তবে এই পিরামিড রয়েছে। এখনও বাড়ছে।
কম সংখ্যক মানুষই এর খবর রাখেন বলে এখানে পর্যটকদের আনাগোনা যে বছরভর একদম উপচে পড়ে এমনটা নয়। এই পিরামিডগুলি রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা-তে।
পূর্বতন যুগোস্লাভিয়া ভেঙে যে ৫টি নতুন দেশের জন্ম হয়েছে, এটি তারই একটি দেশ। সেখানেই রয়েছে পিরিন দো নামে একটি জায়গা।
মূলত প্রকৃতি ঘেরা এই জায়গায় মানুষের বসবাস খুবই কম। এখানেই সারি দিয়ে দেখতে পাওয়া যায় এক ধরনের পিরামিড। বালির পিরামিড বলেই তা খ্যাত।
মনে করা হয় হাওয়ার ধাক্কায় ক্ষয় থেকে এই পিরামিডগুলি মাটি খসে গিয়ে তৈরি হয়েছে। তাকে আরও সুন্দর রূপ দিয়েছে রোদ, জল, বৃষ্টি।
সব মিলিয়ে প্রকৃতিই সাজিয়ে নিয়েছে এই পিরামিডগুলিকে। যা এখনও ক্ষয় হচ্ছে। এখনও বড় হচ্ছে। মিশরের মত এসব প্রকৃতির তৈরি পিরামিডের তলায় অবশ্য কোনও রাজার দেহ নেই।
নেই কোনও গুপ্তধন। তবে এই বিশেষ ধরনের বালির পিরামিডগুলি কেবল এই বসনিয়া ও হার্জেগোভিনাতেই দেখতে পাওয়া যায়। বিশ্বের আর কোথাও গেলে কিন্তু এর দেখা মেলেনা।













