Entertainment

শরীরের একটি অংশ দেখাতে লজ্জা পেয়েছিলেন শাহরুখ খান, মুখ খুললেন কোরিওগ্রাফার

শরীরের একটি অংশ পর্দায় দেখাতে বলা হয়েছিল একটি নাচের দৃশ্যে। তাতেই লজ্জা পেয়ে গিয়েছিলেন শাহরুখ খান। কোন অংশ তাও জানিয়ে দিলেন কোরিওগ্রাফার।

Published by
News Desk

সিনেমায় অভিনয় করতে গেলে তো অভিনেতাকে মানুষ দেখতেই পান। নানা প্রয়োজনে শরীরের অংশই ক্যামেরার সামনে তুলে ধরতে হয় অভিনেতাদের। এটাকে তাঁরা কাজের অঙ্গ হিসাবেই নেন।

গল্প বা গানের প্রয়োজনে শরীরকে মেলে ধরতে হয় অনেক সময়। শাহরুখ খান তা জানেনও। তাঁর অভিজ্ঞতায় তাঁকে বিষয়টি নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ‘পাঠান’ সিনেমার কোরিওগ্রাফার। বসকো মার্টিস সেই শাহরুখ খানের লজ্জা পাওয়ার কথা এবার ফাঁস করে দিলেন।

বসকো ইন্সটাগ্রামে একটি ছবি দিয়েছেন শাহরুখ খানের সঙ্গে। সেখানে দেখা যাচ্ছে বসকো দাঁড়িয়ে আছেন শাহরুখ খানের পাশে। শাহরুখের কালো জামা। যার সব বোতাম খোলা। স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর প্যাকে ভরপুর পেট।

বসকো জানিয়েছেন, এই ছবিটি তাঁর ইন্সটাগ্রামের অন্যতম সেরা ছবি। ছবিটি তোলার জন্য শাহরুখ খানকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে বসকো জানিয়েছেন এই ছবিতেও যেমন শাহরুখ তাঁর অ্যাব দেখাতে লজ্জা পেয়েছিলেন, ঠিক তেমনই পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচার সময় শাহরুখকে তাঁর অ্যাব দেখাতে বলায় তিনি লজ্জা পেয়েছিলেন।

প্রসঙ্গত পাঠান সিনেমাটি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। দীপিকা পাড়ুকোনের বেশরম রং গানে গেরুয়া খোলামেলা পোশাক ও গানের সঙ্গে তাঁর প্রগলভ নাচের বিপুল সমালোচনা চলছে।

কয়েকটি রাজ্যে পাঠান মুক্তি পাওয়া নিয়েও সমস্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত আগামী ২০২৩ সালের ২৫ জানুয়ারি পাঠান প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk