Kolkata

রাজ্যে বিরোধী দলনেতা বেছে নিল বিজেপি

রাজ্যের বিরোধী দল বলতে এখন একমাত্র বিজেপি। ফলে বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে বিজেপির অন্দরেই আলাপ আলোচনা চলছিল। অবশেষে স্থির হল নাম।

রাজ্যে তৃণমূলের ঝোড়ো জয়ের পর আর যে টুকু আসন কোনও দল দখল করতে পেরেছে তা কার্যত বিজেপি। ফলে বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল।

দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এখন জায়ান্ট কিলারের তকমা পেয়েছেন। ফলে তাঁর পাল্লা ছিল ভারী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কেউ বিরোধী দলনেতা হবেন, নাকি দীর্ঘদিন বিজেপি করে আসা কেউ বিরোধী দলনেতা হবেন, তা নিয়ে টানাপোড়ন অব্যাহত ছিল।

বেশ কয়েকটি নামও শুভেন্দু অধিকারীর পাশাপাশি উঠে আসছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে সোমবার বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব।

সেখানেই শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। মুকুল রায় শুভেন্দুর নাম প্রস্তাব করেন। বিজেপির ২২ জন বিধায়ক সেই নামে সায় দেন।

যেহেতু এদিন শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনও নাম উঠেই আসেনি তাই কোনও টানাপোড়েন ছাড়াই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে জায়গা পান।

সর্বসম্মতভাবেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত হন। তবে অনেকেই মনে করছিলেন বিরোধী দলনেতা হতে পারেন মুকুল রায়ও। কিন্তু জানা গিয়েছে তিনি নিজেই ওই পদে বসতে চাননি।

Show More