Entertainment

করণ-বিপাশার অন্তরঙ্গ নাচের দৃশ্য ভাইরাল

Published by
News Desk

খুনসুটি, ঝগড়া আর গভীর ভালবাসাতে দেখতে দেখতে কেটে গেল ২ বছর। বিবাহবার্ষিকী বলে কথা। ‘সেলিব্রেশন’ না করলে চলে। তাই ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গোয়ার সমুদ্র সৈকতের উষ্ণতা বাড়িয়ে দিলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। কেক কাটা, সুরাপান, জমাটি আড্ডা, নাচ গান,গল্প, খাওয়া-দাওয়া এসব তো পুরোদমে চলছিলই। সেলিব্রেশন মুড জমিয়ে তুলতে বাকি ছিল অন্তরঙ্গ হওয়া। সেইটুকুতেও খামতি রাখলেন না অভিনেত্রী বিপাশা ও করণ। সাদা ফিনফিনে পোশাকে হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে গানের তালে তালে কোমর দুলিয়ে নেট দুনিয়ায় মাদকতা ছড়িয়ে দিলেন বিপস ও তাঁর স্বামী। তাঁদের সেই অন্তরঙ্গ রোমান্টিক মুহুর্তের ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। মুগ্ধ অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভেসে যান ‘মাঙ্কি কাপল’।

২০১৬-র ৩০ এপ্রিল চারহাত এক হয় বিপাশা ও করণের। বলিউডের হ্যান্ডসাম অভিনেতা জন আব্রাহামের সঙ্গে দীর্ঘদিনের লিভ ইন সম্পর্কের ইতি ঘটিয়ে করণের বাহুডোরে ধরা দেন ‘জিসম’ খ্যাত অভিনেত্রী। অন্যদিকে ২ দুটো বিয়ে ব্যর্থ হওয়ার পর ‘অ্যালোন’ ছবির সূত্রে বিপাশার কাছাকাছি আসেন করণ। ছবিতে তাঁদের রসায়ন জমে ক্ষীর হতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। গত রবিবার ছিল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে গোয়ার সমুদ্র সৈকতের ধারে রিসর্ট সেজে ওঠে। সেই রিসর্টে বিপাশা ও করণের মাখো মাখো প্রেম দেখে নেটিজেনরা এখন একটা কথাই বলছে। বাবা! প্রেম বুঝি এরেই কয়!

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Bipasha Basu

Recent Posts