Entertainment

মেয়েই হবে কোন অলৌকিক উপায়ে জেনেছিলেন বিপাশা, জানালেন সেকথা

তখন তিনি সন্তানসম্ভবা। তখনই একদিন স্বামীকে জানিয়েছিলেন তিনি মেয়ের মা হতে চলেছেন। কীভাবে জেনেছিলেন সেটা চমকপ্রদ কাহিনির চেয়ে কম নয়।

Published by
News Desk

২০২২ সালের ১২ নভেম্বর অভিনেত্রী বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু তার অনেক আগেই বিপাশা বসু নাকি জানতেন তাঁর মেয়ে হতে চলেছে। ভারতে কিন্তু জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ মানা। তা দণ্ডনীয় অপরাধও। বিপাশাকে সেকথাই বলেছিলেন স্বামী করণ। বিপাশাও তা জানতেন। সে চেষ্টাও তিনি করেননি।

কিন্তু বিপাশা নাকি জানতে পেরেছিলেন তাঁর মেয়েই হবে। একথা তিনি একটি শোতে বলিউডের আর এক অভিনেত্রী নেহা ধুপিয়াকে জানান। সেখানে এটাও জানান কী অলৌকিক উপায়ে বিপাশা জেনে গিয়েছিলেন যে তাঁর মেয়েই হবে।

বিপাশা জানান, তিনি তাঁর স্বামীকে জানান তাঁর মেয়ে হবে। একথা শুনে করণ জানিয়েছিলেন এটা এখন থেকে এভাবে ধরে নেওয়া যায়না।

বিপাশা তখন জোর দিয়ে জানান তিনি জানেন তাঁর গর্ভে যে বেড়ে উঠছে সে এক কন্যা সন্তান। বিপাশা এও জানান ওই কন্যা ভূমিষ্ঠ হওয়ার আগেই তাঁকে বারবার স্বপ্নে দেখা দিচ্ছে।

নেহাকে বিপাশা জানান, তিনি পরিস্কার অনুভব করতে পারছিলেন গর্ভে এক কন্যা রয়েছে। তাই জন্মের আগে থেকেই গর্ভে থাকা সন্তানকে মেয়ে বলে সম্বোধন করতে শুরু করেন তিনি।

মেয়ের সঙ্গে বিপাশা বসু, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @bipashabasu

বিপাশা ও করণ তাঁদের মেয়ের নাম রাখেন দেবী। কিন্তু জন্মের ৩ দিন পর তাঁরা জানতে পারেন মেয়ের হৃদযন্ত্রে ২টি ছিদ্র রয়েছে। সেই ছিদ্র অবশ্য ৩ মাস পর অপারেশন করে ঠিক করে দেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk