National

ত্রিপুরা জয়ে খুশি প্রধানমন্ত্রী, স্বর্ণযুগ আসা বাকি বললেন অমিত শাহ

বিজেপির ‘লুক ইস্ট’ নীতিকে সমর্থন জানিয়েছেন ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের মানুষ। তাঁদের ধন্যবাদ। মানুষের স্বপ্নপূরণে দায়বদ্ধ বিজেপি। শনিবার ত্রিপুরায় বিজেপির জয়জয়কার, নাগাল্যান্ডে তাঁদের জোট ক্ষমতায় এবং মেঘালয়ে খাতা খোলার পর এই ৩ রাজ্যের ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের বন্যায় ভেসে যাওয়া অমিত শাহ দিল্লিতে জানান, উত্তরপূর্বে তাঁদের ভাল ফল হয়েছে। কিন্তু এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি। পশ্চিমবঙ্গ, কেরালা ও কর্ণাটক জেতার পরই আসবে সেই স্বর্ণযুগ।

শনিবারের সাফল্যের পর বিজেপির দখলে এখন দেশের ২০টি রাজ্য। এই অবস্থায় পশ্চিমবঙ্গ, কেরালা জয় যে তাদের আগামী লক্ষ্য তা এদিন কার্যতই সকলের কাছে স্পষ্ট করে দিয়েছে বিজেপি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *